শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ৯ই অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
মেহেরপুরে বন্দুকযুদ্ধে ১ জন নিহত
প্রকাশ: ১০:১৬ am ১৮-০৫-২০১৭ হালনাগাদ: ১০:৪৩ am ১৮-০৫-২০১৭
 
 
 


মেহেরপুরের গাংনী উপজেলার চোখতোলার মাঠে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে সন্দেহভাজন এক ডাকাত নিহত হয়েছেন।

বুধবার দিনগত রাত তিনটার দিকে গাংনী থানা পুলিশের টহলদলের সঙ্গে এ বন্দুকযুদ্ধ হয়। মরদেহ পুলিশের হেফাজতে নিলেও এখনো তার পরিচয় শনাক্ত হয়নি।

গাংনী থানা অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন জানান, মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনী উপজেলার চোখতোলার মাঠ নামে একটি জায়গায় ডাকাতরা গাছ কেটে সড়কের ওপরে ফেলে। এ সময় গাংনী থানা পুলিশের একটি টহল গেলে ডাকাতেরা গুলি করে। পুলিশ পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় অজ্ঞাত ওই ব্যক্তিকে উদ্ধার করা হয়। তাকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি এলজি সার্টার গান, এক রাউন্ড গুলি, দুটি বোমা ও দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়। এ ঘটনায় গাংনী থানা পুলিশের এসআই বখতিয়ার খালেদ ও কনস্টেবল আবদুল হক আহত হয়েছেন।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার বিডি দাস বলেন, অজ্ঞাত ওই ব্যক্তির মাথা ও শরীরের কয়েকটি স্থানে গুলির দাগ রয়েছে। গুলিতে মাথা থেকে মগজ বের হয়ে গেছে। আহত দুই পুলিশ সদস্যের চিকিৎসা দেওয়া হয়েছে। তারা আশংকামুক্ত।

সন্দেহভাজন অজ্ঞাত ডাকাতের মরদেহ গাংনী থানা হেফাজতে রয়েছে। বৃহস্পতিবার ময়নাতদন্ত করা হবে। গুলি বিনিময় ও ডাকাতির চেষ্টার ঘটনায় গাংনী থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT