যশোর শহরের কারবালা এলাকার একটি ছাত্রাবাসে অভিযান চালিয়ে ছাত্র শিবিরের ১৭ জনকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে জিহাদি বই, সাতটি বোমা, বোমার তৈরির সরঞ্জাম ও ১৩টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমল হুদা এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাতে কারবালা এলাকার ‘বকুল ছাত্রাবাসে’ অভিযান চালানো হয়। সেখান থেকে জিহাদি বই, ইসলামি আন্দোলনের নামে সরকার উৎখাতের লিফলেট, সাতটি তাজা বোমা ও বোমা তৈরির সরঞ্জামসহ ছাত্রশিবিরের ১৭ ক্যাডারকে আটক করা হয়।’ এসময় ১৩টি দেশীয় অস্ত্রও পাওয়া গেছে বলে জানান তিনি।
ওসি আরও জানান, ঢাকায় গ্রেফতার হওয়া নব্য জেএমবির নেতাদের কাছে জানা গেছে যে; তাদের নেতারা সবাই শিবিরের সাবেক নেতা। সে তথ্যের ভিত্তিতেই অভিযান চালানো হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় পুলিশ।
আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র, নাশকতামূলক বিশেষ আইন এবং বিস্ফোরকদ্রব্য- এই তিনটি আইনে মামলা হবে বলে জানানো হয়।