যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ঢাকা এসেছেন।
ব্যাংকক থেকে ব্যাংকক এয়ারওয়েজে একটি ফ্লাইটে ঢাকা আসেন ক্যামেরন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (ইউরোপ) মো. খোরশেদ আলম খাস্তগীর বিমানবন্দরে তাকে স্বাগত জানান।
গত বছর গণভোটে ব্রেক্সিটের পক্ষে রায় আসার পর প্রধানমন্ত্রিত্ব ছেড়ে দেন ক্যামেরন। যুক্তরাজ্যের আন্তর্জাতিক সহায়তা সংস্থা ডিএফআইডির ঢাকায় একটি প্রকল্প পরিদর্শন করবেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও সাক্ষাৎ করবেন।
এর বাইরে ঢাকায় ইন্টারন্যাশনাল গ্রোথ সেন্টারের একটি গোলটেবিল বৈঠকে অংশ নেবেন তিনি।
লন্ডন স্কুল ইকোনোমিকসভিত্তিক এই সেন্টার অক্সফোর্ড ইউনিভার্সিটির সঙ্গে যৌথভাবে উন্নয়নশীল দেশগুলোতে টেকসই প্রবৃদ্ধির জন্য কাজ করে।