শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ৯ই অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
রোহিঙ্গাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মিয়ানমার সেনাপ্রধানের
প্রকাশ: ০৩:৪৯ pm ১৭-০৯-২০১৭ হালনাগাদ: ০৩:৫২ pm ১৭-০৯-২০১৭
 
 
 


মিয়ানমারের সেনাপ্রধান জেনারেল মিন অং হ্লাইয়াং রাখাইন প্রদেশের রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। শনিবার (১৬ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মিন অং হ্লাইয়াং বলেছেন, "তারা রোহিঙ্গা হিসেবে স্বীকৃতি দাবি করছে অথচ তারা কখনো মিয়ানমারের নৃগোষ্ঠী ছিল না। এটি "বাঙালি" ইস্যু। আর এই সত্য প্রতিষ্ঠায় আমাদের ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন।" রোববার (১৭ সেপ্টেম্বর) বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, মিয়ানমারের সেনাবাহিনী প্রধান রাখাইন রাজ্যে বসবাসরত রোহিঙ্গা ইস্যুতে দেশের সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। মিয়ানমারের অন্যতম আলোচিত সংকট রোহিঙ্গা ইস্যু। তাদেরকে রোহিঙ্গা বলতে রাজি নয় মিয়ানমার। গত ২৫ আগস্ট রাতে মিয়ানমারের রাখাইন রাজ্যে কয়েকটি পুলিশ ফাঁড়ি ও তল্লাশিচৌকিতে সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে নতুন করে সেনা অভিযান শুরু হয়। মিয়ানমারের সেনাবাহিনী রোহিঙ্গা নারী-পুরুষ-শিশুদের ওপর নির্যাতন ও হত্যাযজ্ঞ চালাতে শুরু করে। এ রকম সহিংস পরিস্থিতি থেকে মিয়ানমার থেকে পালিয়ে তারা বাংলাদেশ আসছে। জাতিসংঘের পরিসংখ্যান অনুযায়ী, গত কয়েক সপ্তাহে চার লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT