শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ৯ই অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
রোহিঙ্গা মুসলিম অধ্যুষিত ১৭৬ টি গ্রাম এখন জনশূন্য
প্রকাশ: ১১:৩৮ am ১৪-০৯-২০১৭ হালনাগাদ: ১১:৩৯ am ১৪-০৯-২০১৭
 
 
 


মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলিম অধ্যুষিত ১৭৬ টি গ্রাম এখন জনশূন্য। মিয়ানমারের প্রেসিডেন্টের দফতরের মুখপাত্র জানিয়েছে, চলমান সেনা অভিযানে গ্রামগুলোর বাসিন্দারা পালিয়ে গেছে। প্রেসিডেন্টের দফতরের মুখপাত্র জ হতয় এক বিবৃতিতে জানান, রাখাইন রাজ্যের তিনটি শহরতলি এলাকায় মোট ৪৭১ টি গ্রাম রয়েছে। এর মধ্যে ১৭৬টি গ্রাম এখন জনশূন্য। অন্য ৩৪টি গ্রাম থেকেও কিছু কিছু রোহিঙ্গা পালিয়েছে। তারা দেশ ছেড়ে পালিয়ে গেছে প্রতিবেশী দেশগুলোতে। জ হতয় বিবৃতিতে রোহিঙ্গা শব্দটি নামটি ব্যবহার করেননি। তিনি আরো জানান, পালিয়ে যাওয়া রোহিঙ্গারা মিয়ানমারে ফিরতে চাইলে সবাইকে ফিরে আসার অনুমতি দেওয়া হবে না। যাচাইবাছাই হবে। তারপরই মিয়ানমার কেবল তাদের গ্রহণ করতে পারে। রাখাইনের কয়েকটি পুলিশ ফাঁড়ি এবং তল্লাশিচৌকিতে গত ২৫ আগস্ট সন্ত্রাসী হামলা হয়। এরই প্রেক্ষিতে সেখানে সেনা অভিযান শুরু হয়। মিয়ানমারের নিরাপত্তা বাহিনী নিরস্ত্র রোহিঙ্গা নারী-পুরুষ-শিশুদের ওপর নির্যাতন এবং হত্যাযজ্ঞ চালিয়ে আসছে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার পরিসংখ্যান অনুযায়ী, মিয়ানমার থেকে এ পর্যন্ত তিন লাখ ৭০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT