সিঙ্গাপুর থেকে আসা এক যাত্রীর হুইল চেয়ার থেকে সাড়ে ১২ কোটি টাকার ২৫ কেজি সোনা জব্দ করেছে শুল্ক গোয়েন্দার একটি দল।
শনিবার গভীর রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ওই যাত্রীর হুইল চেয়ার থেকে ওই সোনা লুকানো অবস্থায় উদ্ধার করা হয়।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মইনুল খান এসব তথ্য জানিয়েছেন।
তিনি জানান, হুইল চেয়ারে করে আসা ওই যাত্রী সিঙ্গাপুর থেকে রাত ১১টায় গ্রিন চ্যানেল অতিক্রমকালে কাস্টমসের কর্মকর্তারা চ্যালেঞ্জ করে তল্লাশি করে। এ সময় বিশেষ কৌশলে আনা হুইল চেয়ার থেকে ২৫০টি সোনার বার উদ্ধার করা হয়। যার মোট ওজন প্রায় ২৫ কেজি। বর্তমান বাজার মূল্য সাড়ে ১২ কোটি টাকা।
যাত্রীকে আটক করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।