শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ৯ই অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
শাহবাগের সংঘর্ষের ঘটনায় তদন্তপূর্বক সঠিক ব্যবস্থা নেয়া হবে: ডিএমপি কমিশনার
প্রকাশ: ০৩:৫৪ pm ২২-০৭-২০১৭ হালনাগাদ: ০৩:৫৭ pm ২২-০৭-২০১৭
 
 
 


রাজধানীর শাহবাগে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় তদন্তপূর্বক সঠিক ব্যবস্থা গ্রহণ করা হবে। এ কথা বলেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া। শনিবার (২২ জুলাই) তার কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। তিনি বলেন, শাহবাগে আন্দোলনরত শিক্ষার্থীদের হাতজোড় করে সড়ক অবরোধ না করতে বলা হয়। তারপরও তারা সেখানে অবরোধ করে, পুলিশের ওপর হামলা চালায়। এতে এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। এ ঘটনায় তদন্ত করে সঠিক ব্যবস্থা নেওয়া হবে। গত বৃহস্পতিবার (২০ জুলাই) সকালে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে সাত দফা দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করতে আসে। পরে সেখানে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এ ঘটনায় দুই শিক্ষার্থী গুরুতর আহত হয়। এর মধ্যে এক শিক্ষার্থীর দুই চোখ নষ্ট হয়ে গেছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। এ ঘটনায় শুক্রবার (২১ জুলাই)এক হাজার ২০০ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করে শাহবাগ থানা পুলিশ।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT