আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, ছেলে-মেয়েরা যদি খেলাধূলা করে মন প্রফুল্ল থাকলে জঙ্গিবাদের দিকে যাবে না। তাই সরকার লেখাপড়ার পাশপাশি শিক্ষার্থীদের খেলাধূলায় মনোযোগী হতে হবে।
শুক্রবার দিনব্যাপী উপজেলার বিভিন্ন স্কুলে ঘুরে ঘুরে ফুটবল, হ্যান্ডবল, ভলিবল, ক্রিকেট সেট, ব্যাডমিন্টন সেট, কেরাম, দাবাসহ বিভিন্ন সামগ্রী বিতরণকালে তিনি এ কথা বলেন।
কৃষিমন্ত্রী বলেন, জঙ্গিবাদের পথ অন্যায়ের পথ, গুমরাহীর পথ, ভুল পথ, কাজেই ওই পথ ছেড়ে তাদের স্বাভাবিক জীবনে ফিরে আসা উচিত।
এ সময় শেরপুরের জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান, পুলিশ সুপার রফিকুল হাসান গণি, নকলা উপজেলা চেয়ারম্যান মাহবুব আলী চৌধুরী মনির, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব কুমার সরকার, শেরপুর খামারবাড়ীর উপ-পরিচালক আশরাফ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ উপস্থিত ছিলেন।