মেহেরপুরের মুজিবনগরে সন্ত্রাসীদের দু’পক্ষের মধ্যে গোলাগুলিতে একজন নিহত হয়েছেন।
রোববার রাত সোয়া ২টার দিকে মোনাখালী গ্রামের কোমরগর্ত নামক মাঠে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
মেহেরপুর অতিরিক্ত পুলিশ সুপার আহসান হাবীব এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এলাকাবাসী চিহিৃত করেছেন নিহত ব্যক্তি মুজিবনগর উপজেলার যতারপুর গ্রামের সন্ত্রাসী মজিবুল হক মজি।
তিনি জানান, রাতে মোনাখালী কোমরগর্ত মাঠে দুদল সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি শুরু হয়। আতঙ্কিত হয়ে পড়ে এলাকাবাসী। মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলামসহ পুলিশের তিনটি দল ঘটনাস্থলে যায়। পুলিশ তাদের দুই দিক থেকে ঘিরে ফেলার চেষ্টা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে একজনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।
ঘটনাস্থল থেকে ১টি এলজি সার্টারগান, ২টি কার্তুজ খোসা, ৪টি তাজা কার্তুজ, ৩টি বোমা, ২টি রামদা ও ১টি ছোরা উদ্ধার করা হয়েছে বলেও তিনি জানান।
তিনি আরো জানান, মজির নামে সদর ও মুজিনগর থানায় অন্তত এক ডজন মামলা রয়েছে। এর মধ্যে ৩টি হত্যা, ৪টি ডাকাতি, হত্যা ও ৩টি বিষ্ফোরক দ্রব্য আইনের মামলা।
সকালে স্বজনরা হাসপাতাল মর্গে পৌঁছে মজির পরিচয় নিশ্চিত করেছে।