রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ১০ই অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
সাজেদা চৌধুরীর গাড়িবহরে হামলার ঘটনায় দুই মামলা
প্রকাশ: ১০:৩৪ am ১৫-১০-২০১৭ হালনাগাদ: ১০:৩৭ am ১৫-১০-২০১৭
 
 
 


ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা এলাকায় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর গাড়িবহরে হামলার ঘটনায় দুটি মামলা হয়েছে। শুক্রবার (১৩ অক্টোবর) রাতে নগরকান্দা থানার এসআই হুমায়ুন কবীর বাদী হয়ে ১৩ জনের বিরুদ্ধে এবং সংসদ উপনেতার ছেলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আয়মন আকবর চৌধুরী বাদী হয়ে ৫৭ জনের বিরুদ্ধে মামলা করেন।

আয়মন আকবর চৌধুরীর দায়ের করা মামলায় সংসদ উপনেতার প্রাক্তন এপিএস ও নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জামাল হোসেন ও তার ভাই জেলা পরিষদ সদস্য কামাল হোসেনের নেতৃত্বেই হামলা চালানো হয় বলে উল্লেখ করা হয়েছে।

নগরকান্দা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) নিখিল চন্দ্র অধিকারী জানান,  সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর গাড়িবহরে হামলার ঘটনায় শুক্রবার রাতে নগরকান্দা থানায় দুটি মামলা হয়েছে। পুলিশ আহতের ঘটনায় এসআই হুমায়ুন কবীর বাদী হয়ে ১৩ জনের বিরুদ্ধে এবং সংসদ উপনেতার ছেলে আয়মন আকবর বাদী হয়ে ৫৭ জনের বিরুদ্ধে মামলা করেছেন।

তিনি আরও জানান, আয়মন আকবর চৌধুরীর দায়ের করা মামলায় জামাল-কামালের নেতৃত্বেই হামলা চালানো হয়েছে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, শুক্রবার বিকেলে সংসদ উপনেতা সড়কপথে নিজ উপজেলা নগরকান্দায় ফিরছিলেন। তার গাড়িবহর নগরকান্দার তালমা এলাকায় পৌঁছালে গাড়িবহরে ইটপাটকেল ছোড়া হয়। এতে সহকারী পুলিশ সুপারের গাড়ির গ্লাস ভেঙে যায়।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT