শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ৯ই অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
সিরিয়ায় সংঘাত এড়াতে নেতানিয়াহুর প্রতি পুতিনের আহ্বান
প্রকাশ: ০৯:৫৫ am ১২-০২-২০১৮ হালনাগাদ: ০৯:৫৭ am ১২-০২-২০১৮
 
 
 


রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন টেলিফোনে সিরিয়ায় ইসরাইলী বিমান বাহিনীর হামলা নিয়ে দেশটির প্রধানমন্ত্রী বেনিআমিন নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করেন বলে ক্রেমলিন সূত্রে এ কথা জানা গেছে। সূত্র মতে, সিরিয়ায় যুদ্ধে লিপ্ত সকল পক্ষের মধ্যে নতুন করে ভয়ংকর সহিংসতা ছড়িয়ে পড়তে পারে এমন ধরনের পদক্ষেপ এড়িয়ে চলতে রাশিয়ার পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে। একইসময়ে ইসরাইলী প্রধানমন্ত্রীর প্রেস অফিস থেকে বলা হয়েছে, টেলিফোনে আলাপকালে ইসরাইল ও রুশ সামরিক বহিনীর মধ্যকার যোগাযোগ অব্যাহত রাখার বিষয়ে নেতানিয়াহু সম্মত হয়েছেন। প্রেস কার্যালয় তার উদ্ধৃতি দিয়ে জানায়, ‘সম্প্রতি আমি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে কথা বলেছি। এ সময়ে আমরা দু’দেশের মধ্যে নিরাপত্তা সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে সম্মত হয়েছি।’ ইসরাইল-সিরীয় সীমান্তে তীব্র উত্তেজনা চলার প্রেক্ষাপটে উভয় নেতা টেলিফোনে এ আলাপ করেন।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT