সিলেটের কয়েকটি এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে।রোববার (০২ জুলাই) বেলা ১১টা ২৭ মিনিটের দিকে এ ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্প কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৪ দশমিক ৭। ঢাকা আবহাওয়া অফিস ভূমিকম্পের বিষয়টি নিশ্চিত করেছেন। ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ভূমিকম্পের সময় আতঙ্কে অনেক মানুষকে ঘর থেকে বের হয়ে রাস্তায় নেমে আসে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সিলেট থেকে ২৮৩ কিলোমিটার পূর্বে মিয়ানমার সীমান্ত এলাকায়।