শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ৯ই অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
সুস্থ হয়ে দেশে ফিরেই নতুন চলচ্চিত্রে হাত তারিক আনাম খানের
প্রকাশ: ০৪:২৭ pm ১৬-০৩-২০১৭ হালনাগাদ: ০৪:৩৭ pm ১৬-০৩-২০১৭
 
 
 


উন্নত চিকিৎসা শেষে তারিক আনাম খান সবার দোয়ায় সুস্থ হয়ে গত ২৫ ফেব্রুয়ারি দেশে ফিরেও বেশ কয়েকদিন বিশ্রামে থাকার পর চলতি মাসের প্রথম সপ্তাহ থেকে তিনি নতুন দুটি ধারাবাহিক নাটকের কাজ করেছেন। তবে আগামীকাল থেকে তারিক আনাম খান নতুন একটি চলচ্চিত্রের কাজ করতে যাচ্ছেন। মুন্সীগঞ্জের রতনপুরের আনসার ক্যাম্পে চলচ্চিত্রটির শুটিং শুরু হয়েছে। আহসান সারোয়ার নির্দেশিত একটি চলচ্চিত্রের নির্মাণ থেকে শুরু করে মুক্তি দেয়া পর্যন্ত নানা ধরনের উত্থান পতনের গল্প নিয়ে নির্মিত হতে যাচ্ছে ‘রং ঢং’ চলচ্চিত্রটি। এর গল্প লিখেছেন পরিচালক নিজেই। এতে তারিক আনাম খানের সঙ্গে আরো অভিনয় করবেন লুৎফর রহমান জর্জ, ফারুক আহমেদ, স্বাধীন খসরুসহ আরো অনেকে।
এদিকে চলতি মাসের শুরুতে রাজবাড়ীতে শুটিং শুরু করেন অসীম গোমেজ’র নির্দেশনায় নতুন ধারাবাহিক ‘উথার তরঙ্গ’র। তারিক আনাম খান বলেন,‘ আল্লাহর অশেষ মেহেরবাণীতে এবং সবার দোয়ায় সুস্থ হয়ে ফিরে এসেছি। যেহেতু আমার কারণে কিছু কাজ আটকে ছিল, তাই সুস্থ হয়ে আবার কাজ শুরু করেছি। দুটি ধারাবাহিকেরই গল্প ভালো। বিশেষ করে উথাল তরঙ্গ নাটকে আমি একজন ভালো জমিদারের চরিত্রে অভিনয় করেছি। যে নাটকের গল্পটা শুরু হয়েছে ১৯২৫ সাল থেকে। পাশাপাশি রং ঢং চলচ্চিত্রের গল্প যেহেতু আমাদের চলচ্চিত্রেরই গল্প, তাই আশা করছি কাজটি উপভোগ্য হবে।’ তারিক আনাম খান অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র হচ্ছে তানিয়া আহমেদ’র ‘ভালোবাসা এমনই হয়’। সৈকত নাসির পরিচালিত ‘দেশা দ্য লিডার’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT