এজেন্সির গাফিলতিতে বিমান ধরতে না পারায় আজ হজে যেতে পারেননি ১০৫ জন হজ যাত্রী। শুক্রবার তাদের সৌদি এয়ার লাইন্সের একটি বিমানে জেদ্দা যাওয়ার কথা ছিলো। আজকের মধ্যে এসব যাত্রীদের সৌদিআরব পাঠানোর জন্য এজেন্সিগুলোকে নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন হজ ক্যাম্পের পরিচালক। ইতোমধ্যে ৪২ জনকে আজ রাত ৮টার ফ্লাইটে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।
শনিবার সকাল ১০টা। রাজধানীর আশকোনা হজ ক্যাম্পের চিত্র এটা। ব্যাগ আর লাগেজ নিয়ে ঠাঁই বসে আছেন অসহায় চোখে। অথচ এতক্ষণে তাদের থাকার কথা ছিলো সৌদি আরবের জেদ্দায়। কিন্তু হজ এজেন্সি আর মোয়াল্লেমের গাফিলতির কারণে নির্ধারিত সময়ে বিমান বন্দরে আসতে না পারায় হজে যাওয়া নিয়ে অনিশ্চয়তার মুখে শতাধিক হজযাত্রী।
নিজেদের দোষ স্বীকার করে যাত্রীদের পরবর্তী ফ্লাইটে পাঠানো হবে বলে জানালেও গণমাধ্যমে কথা বলেনি কোনো এজেন্সি।
জাজিরাতুল আরব নামের হজ এজেন্সির ৪২ জনকে আজ রাত ৮টার ফ্লাইটে পাঠানো হবে বলে জানিয়েছেন হজ ক্যাম্পের পরিচালক। আর অন্য যাত্রীদের সৌদি পাঠানোর জন্যও এজেন্সিগুলোর প্রতি নির্দেশ দেয়া হয়েছে।
জাজিরাতুল আরব, কে আই ট্রাভেলসহ তিনটি এজেন্সির দায়িত্বে হজে যাওয়ার কথা এই যাত্রীদের। এখন পর্যন্ত ৪৬ টি ফ্লাইটে ১৯ হাজার ১১ জন হজ যাত্রী সৌদি আরব পৌঁছেছেন।