শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ৯ই অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
ইতিহাসের এই দিনে
১১ সেপ্টেম্বর, এই দিনে
প্রকাশ: ০৬:০০ am ১১-০৯-২০১৭ হালনাগাদ: ০৯:৪৫ am ১১-০৯-২০১৭
 
 
 


১৩০৪ সালের এই দিনে তৃতীয় উইলিয়াম হল্যান্ডের আর্ল মনোনীত হন ।

১৭৪১ সালের এই দিনে রানি মারিয়া থেরেসা হাঙ্গেরির সংসদে বক্তৃতা করেন।

১৮৫৩ সালের এই দিনে প্রথম বৈদ্যুতিক টেলিগ্রাফ চালু হয়।

১৮৭৫ সালের এই দিনে সংবাদপত্রে প্রথম কার্টুন স্ট্রিপ প্রকাশিত হয়

১৮৯৩ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে প্রথম বিশ্ব মহা ধর্ম সম্মেলনে ভারতবর্ষের প্রতিনিধি হয়ে স্বামী বিবেকানন্দ তাঁর ঐতিহাসিক বক্তৃতাটি দিয়েছিলেন। শুরু করেছিলেন এইভাবে – আমেরিকার ভাইবোনেরা। দর্শকবৃন্দ তাঁর গুণমুগ্ধ হয়ে পড়েন।

১৮৯৫ সালের এই দিনে বার্মিংহাম থেকে এফএ কাপ চুরি হয়ে যায়।

১৯০৯ সালের এই দিনে ম্যাক্স উলফ হ্যালির ধূমকেতু নতুন কারে আবিষ্কার করেন।

১৯১০ সালের এই দিনে বাণিজ্যিক বৈদ্যুতিক বাস চালু হয়।

১৯২২ সালের এই দিনে প্যালেস্টাইনে ব্রিটিশ ম্যান্ডেট ঘোষিত হয়।

১৯৪৮ সালের এই দিনে নিজামের হায়দারাবাদ রাজ্যের দখল নেয় ভারত সরকার।

১৯৭০ সালের এই দিনে ইসলামী সম্মেলন সংস্থা (ওআইসি) প্রতিষ্ঠিত হয়।

১৯৭৩ সালের এই দিনে চিলির নির্বাচিত সরকারের প্রধান ও প্রগতিশীল দেশনায়ক সালভেদর আলেন্দেকে হত্যা করে প্রতিবিপ্লবীরা ক্ষমতা দখল করে।

১৯৯১ সালের এই দিনে কিউবা থেকে সোভিয়েত ফৌজ প্রত্যাহারের কথা ঘোষণা করা হয়।

২০০১ সালে এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এ দুইটি ও পেন্টাগনে ১টি যাত্রীবাহী বিমান আঘাত হানে, এবং ৩০০০ এর অধিক ব্যক্তির প্রাণহানী ঘটে। এছাড়া আর একটি বিমান ইউনাইটেড এয়ারলাইন্স ফ্লাইট ৯৩ পেনসিল্ভানিয়াতে ভূপাতিত হয়।

২০০৭ সালের এই দিনে প্রথম টোয়েন্টি ২০ বিশ্বকাপ ক্রিকেট দক্ষিণ আফ্রিকায় শুরু হয়।

২০১৫ সালের এই দিনে ‎মক্কা ক্রেন দুর্ঘটনায় নির্মাণ কাজে ব্যবহৃত একটি ভ্রাম্যমাণ ক্রেন ভেঙে পড়ে যার ফলে ১০৭ জন মারা যান এবং ২৩৮ জন আহত হন।

১৪৭০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মার্টিন ওয়াল্ডসইয়েমুলের, তিনি ছিলেন জার্মান মানচিত্রকার।

১৫২৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন পিয়ের দ্য রন্সার্দ, তিনি ছিলেন ফরাসি কবি ও লেখক।

১৮০০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ড্যানিয়েল এস ডিকিনসন, তিনি ছিলেন নিউ ইয়র্কের সিনেটর।

১৮৬২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন উইলিয়াম সিডনী পোর্টার তার ছদ্মনাম ও হেনরি, তিনি ছিলেন প্রখ্যাত মার্কিন ছোট গল্পকার।

১৮৭৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জেমস জিনস, তিনি ছিলেন প্রখ্যাত ইংরেজ প্রাবন্ধিক ও বৈজ্ঞানিক কল্পকাহিনী লেখক।

১৮৮৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ডি. এইচ লরেন্স, তিনি ছিলেন ইংরেজ সাহিত্যিক।

১৯০৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন সুফী মোতাহার হোসেন, তিনি ছিলেন বাংলাদেশী কবি।

১৯০৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন বিনয় বসু, তিনি ছিলেন ব্রিটিশ বিরোধী বাঙালি বিপ্লবী।

১৯১১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন নানিক অমরনাথ ভরদ্বাজ, তিনি ছিলেন ভারতীয় ক্রিকেটার।

১৯১৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ফার্দিনান্দ ইমানুয়্যাল এদ্রালিন মার্কোস, তিনি ছিলেন ফিলিপিনো সৈনিক, আইনজীবী, রাজনীতিবিদ ও ১০ম প্রেসিডেন্ট।

১৯৩৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ঘেরমান টিটোভ, তিনি ছিলেন রাশিয়ান জেনারেল, পাইলট ও মহাকাশচারী।

১৯৪০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ব্রায়ান ডি পালমা, তিনি আমেরিকান অভিনেতা, পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।

১৯৪৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ফ্রাঞ্জ আন্টন বেকেনবাউয়া, তিনি জার্মান সাবেক ফুটবলার ও ম্যানেজার।

১৯৫০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন শাহাবুদ্দিন আহমেদ, তিনি বাংলাদেশী চিত্রশিল্পী।

১৯৬০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন হিরোশি আমানো, তিনি জাপানি নোবেল পুরস্কার বিজয়ী পদার্থবিজ্ঞানী ও শিক্ষাবিদ।

১৯৬১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ভার্জিনিয়া মাডসেন, তিনি আমেরিকান অভিনেত্রী।

১৯৬২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জুলিও সালিনাস, তিনি স্প্যানিশ সাবেক ফুটবলার।

১৯৭০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন টারাজি পি. হেন্সন, তিনি আমেরিকান অভিনেত্রী ও গায়ক।

১৯৭৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন এরিক আবিদাল, তিনি ফরাসি ফুটবলার।

১৯৮১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আন্দ্রেয়া ডোসেনা, তিনি ইতালিয়ান ফুটবলার।

১৯৯১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জর্ডন আয়েও, তিনি ঘানার ফুটবল।

০৮৮৩ সালে এই দিনে মৃত্যুবরণ করেন এছাড়া কেষ্টা সয়বিওটেস, তিনি ছিলেন বাইজান্টাইনের জেনারেল।

১১৬১ সালে এই দিনে মৃত্যুবরণ করেন মেলিসেন্ডে, তিনি ছিলেন জেরুশালেমের রানী।

১৬৮০ সালে এই দিনে মৃত্যুবরণ করেন গো-মিজিউনো, তিনি ছিলেন জাপানের সম্রাট ।

১৭৩৩ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ফ্রাসোয়া কউপেরিন, তিনি ছিলেন ফরাসি অর্গানবাদক ও সুরকার।

১৮২৩ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ডেভিড রিকার্ডো, তিনি ছিলেন ইংরেজ অর্থনীতিবিদ ও রাজনীতিবিদ।

১৮৮৮ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ডোমিংগো ফাউস্টিন সারমিয়েন্ট, আর্জেন্টিনার সাংবাদিক, রাজনীতিবিদ ও ৭ম প্রেসিডেন্ট।

১৯৪৮ সালে এই দিনে মৃত্যুবরণ করেন মুহাম্মদ আলী জিন্নাহ, তিনি ছিলেন পাকিস্তানের প্রতিষ্ঠাতা ও ভারতের স্বাধীনতা সংগ্রামের প্রধান মুসলিম নেতা।

১৯৫০ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জন স্মুটশ, তিনি ছিলেন দক্ষিণ আফ্রিকার ফিল্ড মার্শাল, রাজনীতিবিদ ও ২য় প্রধানমন্ত্রী।

১৯৫৮ সালে এই দিনে মৃত্যুবরণ করেন রবার্ট সার্ভিস, তিনি ছিলেন বিখ্যাত কানাডীয় কবি।

১৯৭১ সালে এই দিনে মৃত্যুবরণ করেন নিকিতা ক্রুশ্চেভ, তিনি ছিলেন সোভিয়েত রাষ্ট্রনায়ক।

১৯৭৩ সালে এই দিনে মৃত্যুবরণ করেন সালবাদোর ইসাবেলিনো আইয়েন্দে গোস্সেন্স, তিনি ছিলেন চিলির চিকিৎসক, রাজনীতিবিদ ও ২৯তম প্রেসিডেন্ট।

১৯৮৫ সালে এই দিনে মৃত্যুবরণ করেন এলানোর ডার্ক, তিনি ছিলেন অস্ট্রেলিয়ান লেখক।

১৯৮৭ সালে এই দিনে মৃত্যুবরণ করেন মহাদেবী বর্মা, তিনি ছিলেন প্রখ্যাত হিন্দি ভাষার কবি।

২০১০ সালে এই দিনে মৃত্যুবরণ করেন হ্যারল্ড গোল্ড, তিনি ছিলেন আমেরিকান অভিনেতা ও গায়ক।

২০১২ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জে ক্রিস্টোফার স্টিভেনস, তিনি ছিলেন আমেরিকান আইনজীবী ও কূটনীতিক।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT