মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রেলসেতু দেবে যাওয়ায় সিলেটের সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ ২৪ ঘণ্টা বন্ধ থাকার পর ফের চালু হয়েছে।
শ্রীমঙ্গল রেলস্টেশনের সহকারী মাস্টার শাখাওয়াত হোসেন জানান, মেরামতকাজ সম্পন্ন হওয়ার পর বৃহস্পতিবার বেলা পৌনে ৩টায় রেল চলাচল শুরু হয়।
বুধবার বেলা আড়াইটায় ভারী বৃষ্টির কারণে জেলার শ্রীমঙ্গল স্টেশন ও সাতগাঁও স্টেশনের মধ্যবর্তী জিলাতপুর এলাকায় মহিষমারা সেতুর অস্থায়ী তিনটি গাডার ধসে রেল চলাচল বন্ধ হয়ে যায়। বৈরী আবহাওয়ার কারণে কাজ শুরু করা হয় বৃহস্পতিবার সকালে।
রেলওয়ের পূর্বাঞ্চলের প্রধান প্রকৌশলী শহিদুল ইসলাম বলেন, বৃহস্পতিবার সকাল থেকে অতিরিক্ত লোকবল নিয়ে কাজ শুরু করা হয়।
“মহিষমারা সেতু ছাড়াও সিলেট-আখাউড়া সেকশনে মোট ১০টি ঝুঁকিপূর্ণ সেতু চিহ্নিত করার পর সেসব জায়গায়ও কাজ চলছে। এসব কাজ আগামী দেড় মাসের মধ্যে শেষ হয়ে গেলে এ শেকশনে আর ঝুঁকি থাকবে না।”