শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ৯ই অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
২৪ ঘণ্টা যাত্রাবিরতিতে ব্রিটেনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রকাশ: ১২:৩৯ pm ১৪-০৬-২০১৭ হালনাগাদ: ১২:৪১ pm ১৪-০৬-২০১৭
 
 
 


বিনিয়োগ সম্মেলনে যোগ দিতে তিন দিনের সরকারি সফরে সুইডেনের উদ্দেশে রওনা হয়ে লন্ডন পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তিনি যাত্রা বিরতিতে রয়েছেন। লন্ডনে নেমে ২৪ ঘণ্টা যাত্রাবিরতিতে ব্রিটেনের সংসদ সদস্য পদে পুনঃনির্বাচিত ভাগ্নি টিউলিপ সিদ্দিকসহ পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাবেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রী সেখান থেকে বুধবার (১৪ জুন) স্থানীয় সময় সন্ধ্যায় সুইডেনের রাজধানী স্টকহোমের উদ্দেশে রওনা হবেন। এর আগে লন্ডন সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে তিনি হিথরো বিমানবন্দরে পৌঁছান বলে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান। লন্ডনে বিমানবন্দরে তাকে স্বাগত জানান যুক্তরাজ্যে বাংলাদেশের হাই কমিশনার নাজমুল কাওনাইন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট মঙ্গলবার (১৩ জুন) বেলা ১২টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়ে। কানাডায় ১৫ থেকে ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য ফিফথ রিপ্লেনিসমেন্ট কনফারেন্স অব দ্য গ্লোবাল ফান্ড (জিএফ)-এ যোগ দেবেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের ৭১তম অধিবেশন ও অন্যান্য কর্মসূচিতে যোগ দিতে ১৮ সেপ্টেম্বর কানাডা থেকে নিউইয়র্ক যাবেন। তিনি ১১ দিন কানাডা এবং যুক্তরাষ্ট্রে অবস্থান করবেন।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT