পাকিস্তানের সাবেক ক্রিকেটার এবং পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকে আগামী ২৫ সেপ্টেম্বরের আগে ইমরান খানকে গ্রেফতার করতে হবে। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) পুলিশকে এ নির্দেশ দিয়েছে পাকিস্তানের নির্বাচন কমিশন (ইসিপি)। দেশটির নির্বাচন কমিশন ইসলামাবাদের পুলিশকে শুক্রবার ইমরান খানকে গ্রেফতার করতে একটি চিঠি দিয়েছে। নির্বাচন কমিশনারের অতিরিক্ত মহাপরিচালক (আইন) মালিক মুজতবা আহমেদ এই চিঠিতে সই করেন। চিঠিতে বলা হয়, গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের (১৯৭৬) ১০৩/এ ধারায় ইমরান খানকে নির্বাচন কমিশনে হাজির হওয়ার শোকজ জারি করা হয়েছিল। সে অনুযায়ী, তাকে ১৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশনে হাজির হতে বলা হয়। কিন্তু তিনি হাজির হতে ব্যর্থ হয়েছেন।
সূত্র: ডন