সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শাহবাগে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিপেটা ও কাঁদানে গ্যাস ছোড়ার পর শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনেসহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে অবস্থান নেয়। সেখান থেকে তারা পুনরায় শাহবাগ মোড়ের দিকে যেতে চাইলে তাদের ওপর মুহুর্মুহু টিয়ারশেল নিক্ষেপ করছে পুলিশ।
টিয়ারশেলের আঘাতে আহত তিন শিক্ষার্থীকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। তাদের মধ্যে এক শিক্ষার্থীর চোখের টিয়ারশেলের আঘাত লেগেছে বলেও দাবি করেছেন তারা।
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কেন শিক্ষার্থীদের ওপর কাঁদানে গ্যাস ছোড়া হয়েছে, পুলিশের কাছে তার জবাব চাইতে উপাচার্য ও প্রক্টরের কাছে আহ্বান জানিয়েছেন শিক্ষার্থীরা। এছাড়া পুলিশের হাতে আটক আন্দোলনকারী শিক্ষার্থীদের রাত ১২টার আগেই ছেড়ে দিতে আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা।