ভারতীয় অভিনেতা নাসিরুদ্দিন শাহ্ ও তাঁর স্ত্রী অভিনেত্রী রত্না পাঠক শাহ্ ঢাকায় এসে পৌঁছেছেন। আজ বৃহস্পতিবার বেলা ১১টা ১০ মিনিটে জেট এয়ারওয়েজের একটি বিমানে করে ভারতের মুম্বাই থেকে ঢাকায় পৌঁছেছেন তাঁরা। সঙ্গে তাঁদের মেয়ে হীবা শাহ্ও ছিলেন। এর আগে গতকাল নাটকের অন্য কলাকুশলীরা ঢাকায় এসে পৌঁছেছেন।
নাসিরুদ্দিন শাহ্ ঢাকা এসেছেন তাঁর দল মোটলি নিয়ে। তাঁদের ঢাকায় নিয়ে এসেছে ব্লুজ কমিউনিকেশনস। আগামীকাল সন্ধ্যায় রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার বসুন্ধরায় এ দল পরিবেশন করবে সিটি ব্যাংক নিবেদিত ‘ইসমত আপা কে নাম’ নাটকটি। নাসিরুদ্দিন, রত্না পাঠক ও হীবা শাহ্ এই নাট্যদলের সদস্য হয়েই এলেন ঢাকায়। এ নাটকটি নির্দেশনা দিয়েছেন নাসিরুদ্দিন শাহ্। এতে তিনি অভিনয়ও করেছেন। এই নাটকে খ্যাতিমান লেখক ইসমত চুঘতাইয়ের স্পষ্টবাদী ও বৈপ্লবিক লেখনীর মঞ্চরূপ দিয়েছেন নাসিরুদ্দিন শাহ্। তাঁর সঙ্গে অভিনয় করেছেন রত্না পাঠক ও হীবা।