শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ৯ই অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
মহেশপুর সীমান্তে বিএসএফ-এর গুলিতে দুই বাংলাদেশি নিহত
প্রকাশ: ০৩:৫৮ pm ২০-০৬-২০১৭ হালনাগাদ: ০৪:০২ pm ২০-০৬-২০১৭
 
 
 


ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ-এর গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন।

নিহতরা হলেন- খোশালপুর গ্রামের শহীদুল ইসলামের ছেলে সোহেল (৩২) ও শ্যামপুর গ্রামের কাউসার আলীর ছেলে হারুন (৩০)।
মঙ্গলবার সকাল ১১টার দিকে ঝিনাইদহের মহেশপুরের খোশালপুর সীমান্তে ভারতের কুমারী ক্যাম্পের বিএসএফ সদস্যরা গুলি করলে তারা ঘটনাস্থলেই মারা যান।
পরে বিএসএফ সদস্যরা তাদের লাশ ভারতের অভ্যন্তরে নিয়ে যায়।
স্থানীয় নেপা ইউনিয়ন চেয়ারম্যান শামছুল হক মৃধা বিষয়টি নিশ্চিত করেছেন।
তবে খোশালপুর-৫৮ বিজিবি ক্যাম্পের কমান্ডার আবু তাহের জানান, বিএসএফ- এর গুলিতে দুই বাংলাদেশি যুবক নিহতের খবর স্থানীয়রা জানিয়েছে। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।
এদিকে ঝিনাইদহ জেলা গোয়েন্দা পুলিশ সূত্র জানিয়েছে, এ ঘটনার বিষয়ে উভয় দেশের সীমান্ত বাহিনীর মধ্যে পতাকা বৈঠক ডাকা হয়েছে।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT