বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম গেরিলা কমান্ডার শহীদুল হক মামা মারা গেছেন।(ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন) শনিবার (১ জুলাই) কাতারের দোহায় মারা গেছেন।তিনি নানা রোগে ভুগছিলেন।মুক্তিযুদ্ধের সময় রাজধানীর মিরপুর-মোহাম্মদপুর এলাকায় বিহারীদের বিরুদ্ধে সশস্র লড়াই চালিয়ে গিয়েছিলেন তিনি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে একাত্তরের উত্তাল দিনগুলোতে তিনি ঝাঁপিয়ে পড়েছিলেন সশস্র সংগ্রামে। যুদ্ধের শুরুতে ২নং সেক্টরে সম্মুখযুদ্ধে অংশ নিয়ে বীরত্বের পরিচয় দেন তিনি। সালদা নদীর ভয়ঙ্ককর যুদ্ধ শেষ করে হানাদারদের খতম করে ঢাকার উদ্দেশ্যে মার্চ করে আসেন এই অকুতোভয় যোদ্ধা। যুদ্ধাপরাধীদের বিচার সুনিশ্চিত করতে নিজের খরচে সুইডেন থেকে তিনি বাংলাদেশে যান। শাহবাগে গণজাগরণ মঞ্চের সঙ্গে একাত্মতা ঘোষণা করেন। মৃত্যুদণ্ড কার্যকর হওয়া আবদুল কাদের মোল্লার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় প্রসিকিউশনের অন্যতম প্রধান সাক্ষী ছিলেন তিনি।