নব্য জেএমবি নেতা আসলাম হোসাইন ওরফে রাশেদুল ইসলাম রাশেদ আদালতে জবানবন্দি দিলে গুলশান হামলার চার্জশিট দেয়া হবে। এ কথা জানান কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম। শনিবার (২৯ জুলাই) মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। তিনি জানান, সারোয়ার-তামিম গ্রুপের সদস্য রাশেদ গত বছর ঢাকায় আসেন। শরিফুল ইসলাম খালেদ নামে এক জঙ্গি তাকে তামিম চৌধুরীর সাথে পরিচয় করিয়ে দেয়। পরে তামিম চৌধুরী তাকে গুরুত্বপুর্ণ কাজে ব্যবহার করে। আর গুলশান হামলার অস্ত্র কল্যাণপুর থেকে বসুন্ধরার একটি বাসায় সরবরাহ করে রাশেদ। তামিম চৌধুরী মারা যাওয়ার পর পুরনো জঙ্গিদের সংগঠিত করছিল রাশেদ।