নারায়ণগঞ্জের রূপগঞ্জের (পূর্বাচল-৫ নম্বর সেক্টর) একটি কৃত্রিম জলাধার থেকে ২১টি ব্যাগে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে । রূপগঞ্জে রাতভর অভিযান চালিয়ে দুটি রকেট লঞ্চার ৬২টি এলএমজিসহ তিনজনকে আটক করার দাবি করেছে পুলিশ।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার ফারুক হোসেনের ভাষ্য, বৃহস্পতিবার রাতভর অভিযান চালিয়ে এসব আগ্নেয়াস্ত্র উদ্ধার ও তিন জনকে আটক করা হয়।
শুক্রবার সকালে তিনি জানান, রূপগঞ্জের পূর্বাচল আবাসিক এলাকার ৫ নম্বর সেক্টরে বৃহস্পতিবার রাত থেকে এই অভিযান চলছে।
অভিযানে তিনজনকে আটকের কথা জানালেও তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।
এর আগে বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জের চাষাড়া এলাকা থেকে শরিফ নামের একজনকে আটক করা হয়। তার স্বীকারোক্তি অনুযায়ী এই অভিযানে যায় পুলিশ।
এরও আগে ২৮ মে রূপগঞ্জের দাউদপুর ইউনিয়নের বাগলা এলাকা থেকে একটি এলএমজি উদ্ধার করা হয়। তবে ওই অস্ত্রবহনকারী শরীফ মিয়া পালিয়ে যান। শরীফ ওই এলাকার মোসলেম উদ্দিনের ছেলে।
ওই অস্ত্র উদ্ধারের পর রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেছিলেন, “ভারতের বিচ্ছিন্নবাদী সংগঠন উলফা এ ধরনের ভারি অস্ত্র ব্যবহার করে থাকে।”