সিনেমার ভিন্ন ভিন্ন চরিত্রের প্রয়োজনেই নিজের রূপ পরিবর্তন করেছেন বলিউড সুপারস্টার হৃত্বিক রোশন। লাভার-বয়, সুপারহিরো, ঐতিহাসিক চরিত্র, এমন কি শারীরিক প্রতিবন্ধীর চরিত্রে বেশ নাম কুড়িয়েছেন তিনি। সিনেমার পর্দায় হৃত্বিককে মোঘল সম্রাট হিসেবেও দেখা গেছে। সেখানে হাতির সঙ্গে তার লড়াই বেশ উপভোগ করেছেন দর্শকরা। এবার নতুন চমক নিয়ে পর্দায় হাজির হচ্ছেন হৃত্বিক। লেখক অমিশ ত্রিপাঠীর 'শিবা ট্রিলজি'র প্রথম খণ্ড 'ইম্মর্টালস অফ মেলুহা'-তে দেখা যাবে তাকে। সঞ্জয় লীলা বানসালির পরিচালনায় ছবিটি নির্মিত হবে। হৃত্বিক ছাড়া অন্যান্য আর কোন কোন অভিনেতা থাকবেন, তা অবশ্য এখনও বলা যাচ্ছে না। তবে খুব শিগগিরই সবকিছু জানা যাবে বলে জানিয়েছে নির্মাতা প্রতিষ্ঠান।