রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ১০ই অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
‘আল্লাহ মেহেরবান’ নামে গানটি প্রকাশের পর তুমুল আলোচনা-সমালোচনা
প্রকাশ: ১২:২০ am ৩০-০৫-২০১৭ হালনাগাদ: ১২:২৫ am ৩০-০৫-২০১৭
 
 
 


জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ‘বসগিরি-২’ ছবির একটি গান সম্প্রতি প্রকাশ হয়েছে। ‘আল্লাহ মেহেরবান’ নামে গানটি প্রকাশের পর থেকেই চলছে তুমুল আলোচনা-সমালোচনা। অশ্লীলতা আছে বলে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে ইউটিউব থেকে গানটি নামিয়ে নেওয়ার দাবিও উঠেছে। ঘোষণা এসেছে আইনি লড়াইয়ের।

এরইমধ্যে যৌথ প্রযোজনার এই ছবির বাংলাদেশি প্রযোজনা সংস্থা জাজ  মাল্টিমিডিয়া দুটি আইনি নোটিশ পেয়েছে। নোটিশগুলোর জবাব দেয়ার প্রস্তুতি নিচ্ছে জাজ মাল্টিমিডিয়া।

‘আল্লাহ মেহেরবান’ নামের গানটি নিয়ে বিতর্ক হলেও ইতিহাস বলছে, বাংলাদেশে একসময় ‘আল্লাহ মেহেরবান’ নামে একটি ছবি হয়েছে| সত্তর দশকের একদম শেষদিকে মুক্তি পাওয়া ‘আল্লাহ মেহেরবান’ ছবির পরিচালক ছিলেন মোহাম্মদ মহসিন। এতে টাইটেল গান করা হয়েছিল ছবির নামে। ছবিটি সুপারহিট হওয়ার পাশাপাশি গানটিও খুব জনপ্রিয় হয়েছিল।

অনেকের প্রশ্ন: এখন তাহলে ‘আল্লাহ মেহেরবান’ নামে গানের সমালোচনার পাশাপাশি তা নিষিদ্ধের দাবি উঠছে কেন? তখনকার প্রেক্ষাপট থেকে এখনকার প্রেক্ষাপট কি বদলে গেছে? নাকি তখন সিনেমায় যে সামাজিক আবহ ছিল এখন আর তা নেই? তখনকার নির্মল বিনোদনের জায়গায় এখন কি অশ্লীলতা গ্রাস করে নিচ্ছে?

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT