সোমবার, ০১ জুলাই ২০২৪ ১৭ই আষাঢ় ১৪৩১
Smoking
 
ফিনল্যান্ডে ছুরি হামলায় নিহত ২
প্রকাশ: ০৯:৪৩ am ১৯-০৮-২০১৭ হালনাগাদ: ০৯:৪৭ am ১৯-০৮-২০১৭
 
 
 


ফিনল্যান্ডের তুরকু শহরে কয়েকজন ছুরিকাহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ হামলায় অন্তত দুইজন নিহত হওয়ার খবর জানিয়েছে তুরুন সানোমাত পত্রিকা। গতকালের এ ঘটনায় পুলিশ একজনকে গুলি করেছে এবং গ্রেফতার করেছে বলে জানিয়েছে। বিবিসি, আলজাজিরা। ছুরি হামলা পুতরি বাজার এলাকায় ঘটেছে বলে খবরে জানা গেছে। একটি ছবিতে একজনকে মাটিতে পড়ে থাকতে দেখা গেছে। দেহটি কাপড় দিয়ে ঢাকা ছিল। এক টুইটার বার্তায় পুলিশ লোকজনকে শহরের কেন্দ্রস্থল থেকে দূরে থাকতে বলেছে। ঘটনার পর বিমানবন্দর, ট্রেন স্টেশনগুলোতে নিরাপত্তা জোরদার করা হচ্ছে। বাস ও ট্রেনে চলছে পুলিশের তল্লাশি। হামলায় জড়িত সন্দেহভাজনদের খুঁজছে পুলিশ। সানোমাত পত্রিকার খবরে বলা হয়েছে, এক প্রত্যক্ষদর্শী নগরীর প্রধান চত্বরের কাছে চার-পাঁচটি অ্যাম্বুলেন্স দেখতে পাওয়ার কথা জানিয়েছে। সরকার তুরকু পরিস্থিতি এবং চলমান পুলিশ অভিযানের ওপর নজর রেখেছে বলে এক টুইটে জানিয়েছেন প্রধানমন্ত্রী জুহা সিপিলা।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT