শনিবার, ২৯ জুন ২০২৪ ১৫ই আষাঢ় ১৪৩১
Smoking
 
মিয়ানমারের পক্ষে অবস্থান গ্রহণ করেছে রাশিয়া
প্রকাশ: ১১:২৯ am ১৬-০৯-২০১৭ হালনাগাদ: ১১:৫৫ am ১৬-০৯-২০১৭
 
 
 


রোহিঙ্গা মুসলিম বিষয়ে চীনের পর এবার মিয়ানমারের পক্ষে অবস্থান গ্রহণ করেছে রাশিয়া। মিয়ানমারের রোহিঙ্গা সংকট তাদেরঅভ্যন্তরীণ বিষয়, তাই এতে হস্তক্ষেপ না করতে অন্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে রাশিয়া কর্তৃপক্ষ। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় নারী মুখপাত্র মারিয়া জাকারভ শুক্রবার (১‌৫ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এই আহ্বান জানিয়েছেন। রুশ বার্তা সংস্থা তাস'র বরাত দিয়ে বিবৃতিতে বলা হয়, "মিয়ানমারের 'অভ্যন্তরীণ বিষয়ে' হস্তক্ষেপের উদ্যোগ শুধু ধর্মীয় উত্তেজনা বাড়িয়ে দিতে পারে। আমরা আন্তঃধর্মীয় সংলাপের ওপর জোর দিচ্ছি।" মুখপাত্র মারিয়া জাকারভ বলেছেন, "আমরা মিয়ানমার সরকারের প্রতি সমর্থন জানাচ্ছি এবং ওই ধর্মের অনুসারীদের প্রতি উগ্রপন্থীদের উসকানিতে ঝাঁপিয়ে না পড়ার আহ্বান জানাচ্ছি।" রাশিয়া আরো জানিয়েছে, গৃহহীন মানুষদের ফিরিয়ে নিতে মিয়ানমার সরকার পদক্ষেপ নিচ্ছে।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT