শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ৮ই অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
আজ দেশের ৫৬ ইউপি নির্বাচন
প্রকাশ: ০৯:৩০ am ১৩-০৭-২০১৭ হালনাগাদ: ০৯:৩২ am ১৩-০৭-২০১৭
 
 
 


আজ দেশের ৫৬ ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। নির্বাচন উপলক্ষে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে ইসি। ইতোমধ্যে গতকাল দুপুর থেকেই কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচনী সরঞ্জাম ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যারা। নির্বাচনকে কেন্দ্র করে বরাবরের মতো ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের প্রভাব বিস্তার, নির্বাচনী প্রচারণায় হামলা-ভাঙচুর ও গুলিবর্ষণ করে আতঙ্ক সৃষ্টির অভিযোগ উঠেছে। ফলে এবারও সুষ্ঠু নির্বাচন নিয়ে ভোটারদের মাঝে শঙ্কা রয়েছে বলে জানা গেছে। এর আগে গত ৪ জুন ইসি ৫৬টি ইউপির নির্বাচনের তফসিল ঘোষণা করে। মামলা এবং নানা জটিলতার কারণে স্থগিত ২৩টি ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এ ছাড়া ৩৩টি ইউনিয়ন পরিষদের ৭টি চেয়ারম্যানসহ বিভিন্ন শূন্য পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। ইসি সূত্র জানায়, আজ যে ২৩টি ইউনিয়ন পরিষদে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, সেগুলো হল-ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার হোসেনগাঁও, নন্দুয়া, বাচোর; টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার মহিষমারা, শোলাকুড়ি, অরণখোলা, কুড়ালিয়া, আউশনারা, কুড়াগাছা, বেরীবাইদ, ফুলবাগচালা এবং সদর উপজেলার ছিলিমপুর, কাকুয়া, কাতুলী মাহমুদনগর; বরিশালের মেহেন্দীগঞ্জের আন্ধারমানিক, লতা, জয়নগর, চর এককোরিয়া, গোবিন্দপুর, শ্রীপুর, আলিমাবাদ; ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার কাইতলা (উত্তর)।    মেহেন্দীগঞ্জের ৭ ইউনিয়নে নির্বাচন : আজ বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সুষ্ঠু নির্বাচন নিয়ে জনমনে শঙ্কা দেখা দিয়েছে। নিরপেক্ষতা বজায় রেখে সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্নের লক্ষ্যে বরিশাল জেলা প্রশাসককে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। চিঠিতে নির্বাচন চলাকালে সংশ্লিষ্ট এলাকায় আইন-শৃঙ্খলা বাহিনীর তত্পরতা জোরদার ও অন্যান্য ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। মেহেন্দীগঞ্জ উপজেলার ৭ ইউনিয়নে ১৮ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এসব ইউনিয়ন হল-আন্দারমানিক, লতা, জয়নগর, চর এককোরিয়া, আমিরাবাদ ও শ্রীপুর ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নিকলী ইউপির চেয়ারম্যান পদে উপনির্বাচন : আজ কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলার নিকলী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন। এরই মধ্যে গত সোমবার মধ্যরাত থেকে শেষ হয়েছে নির্বাচনী প্রচারণা। নিকলী সদর ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ৯টি ভোটকেন্দ্রে একযোগে ভোট দেবেন ২০ হাজার ৬৬২ জন ভোটার। এদিকে সুষ্ঠুভাবে নির্বাচন শেষ করতে সব ধরনের নিরাপত্তামূলক ব্যবস্থা নিয়েছে প্রশাসন। ৯টি ভোটকেন্দ্রের মধ্যে ৮টি কেন্দ্রকেই ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করা হয়েছে। এসব কেন্দ্রে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন থাকবে। আজ নাসিরনগরে ইউপির উপনির্বাচন : নাসিরনগর উপজেলার ভলাকুট ইউনিয়ন পরিষদের উপনির্বাচন অনুষ্ঠিত হবে আজ। এতে তিনজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। উপনির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগের রুবেল মিয়া (নৌকা), বিএনপির আলহাজ মো. ছোয়াব খান (ধানের শীষ) ও স্বতন্ত্র প্রার্থী আরাফাত আলী (আনারস)। ভলাকুট ইউনিয়নে ৯টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ১৮ হাজার ২৯৭ জন। ১২টি ভোটকেন্দ্রে ৫৭টি বুথে ভোটগ্রহণ করা হবে। ভৈরবের সাদেকপুর ইউপি নির্বাচন : আজ কিশোরগঞ্জের ভৈরবের সাদেকপুর ইউনিয়নের উপনির্বচন। গতকাল নির্বাচনে ভোটগ্রহণের জন্য উপজেলা প্রশাসন থেকে কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে। নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী হিসেবে শাফায়েত উল্লাহ (নৌকা), স্বতন্ত্র প্রার্থী তোফাজ্জল হক (মোটরসাইকেল) ও স্বতন্ত্র প্রার্থী জামির শেখ (আনারস) প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।  নির্বাচনে ৯টি কেন্দ্রে মোট ভোটার ১০ হাজার ৬৫৬ জন।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT