আজানের ব্যাপারে আল্লাহর নবী (সা.) এরশাদ করেছেন, ‘যখন তোমরা মোয়াজ্জিনকে আজান দিতে শুনবে তখন ঠিক মোয়াজ্জিন যা বলে তোমরা তাই বলবে।’
এই হাদিস থেকে বুঝা যায়, মোয়াজ্জিনের আজানের উত্তর দেওয়াটি রাসুলের (সা.) নির্দেশনা। অধিকাংশ ওলামায়ে কেরামের বক্তব্য হচ্ছে, রাসুলের নির্দেশনা অনুযায়ী আজানের জবাব দেওয়া ওয়াজিব।
সেক্ষেত্রে যেকোনো একটি আজানের উত্তর দেওয়াটাই যথেষ্ট। কারণ আশপাশের এলাকায় তো মসজিদ অনেক থাকতে পারে। আপনি যদি যেকোনো একটি আজানের উত্তর দেন, তাহলে আজানের জবাব দেওয়ার বিধানটি আদায় হয়ে যাবে এবং যে ফজিলতের কথা আল্লাহর নবী (সা.) বলেছেন সেটিও লাভ করতে পারবেন।