শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫ ৫ই মাঘ ১৪৩১
Smoking
 
আমিন খান এর পরিবর্তে সালমান শাহ
প্রকাশ: ১১:২৮ am ১৯-০৯-২০১৮ হালনাগাদ: ০৯:৪৫ am ২৩-০৯-২০১৮
 
 
 


‘অবুঝ দুটি মন’ তার চুক্তিবদ্ধ হওয়া ১ম ছবি নয়। এর আগে সোহানুর রহমান সোহান পরিচালিত ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবিতে চুক্তিবদ্ধ হয়েছিলেন তিনি। তবে শ্রদ্ধাভাজন এক পরিচালকের অনুরোধে শেষ পর্যন্ত ছবিটিতে তার আর অভিনয় করা হয়নি।
১৯৯২ সালে ‘নতুন মুখের সন্ধানে’ প্রতিযোগিতায় ২১ হাজার অংশগ্রহণকারীর মধ্যে একমাত্র নির্বাচিত মুখ আমিন খানের অবশ্য ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবির পাশাপাশি দারাশিকো পরিচালিত ‘অঞ্জলী’, মোহাম্মদ হোসেন পরিচালিত ‘আজকের হাঙ্গামা’ ও সোহানুর রহমান সোহান পরিচালিত ‘লাভ’ ছবিতেও অভিনয় করার কথা ছিল।

তবে শেষ পর্যন্ত সৌভাগ্যের শিকে ছিঁড়েছে ২৪ ডিসেম্বর ১৯৯২ সালে। আমিন খানের জন্মদিনে ‘অবুঝ দুটি মন’ সিনেমার জন্য মাত্র ১ টাকা সম্মানীর বিনিময়ে প্রথম ক্যামেরার সামনে দাঁড়ান তিনি। এই ২৪ সংখ্যাটি অবশ্য শুধু তার জন্মদিন কিংবা প্রথম চলচ্চিত্রের শুটিংয়ের জন্যই সৌভাগ্যের প্রতীক হয়ে থাকেনি। ২৪ আগস্ট তার বড় ছেলে রাইয়ান খান ফারহান ও ২৪ জুন ছোট ছেলে আজমাইন খান ঈশানেরও জন্ম হয়।  

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT