বাসায় তেলাপোকা ঘর সংসার গড়েছে? যন্ত্রণায় অতিষ্ট? রাসায়নিক স্প্রে ব্যবহার করেও হতাশ হচ্ছেন? তাহলে এবার একটু ঘরো পদ্ধতি অনুসরণ করুন। তেলাপোকা দৌড়ে পালাবে।
তেজপাতা: তেলাপোকা তাড়াতে তেজপাতা অব্যর্থ। এর চেয়ে ভাল পদ্ধতি আর নেই। সপ্তাহে কয়েক দিন তেজপাতার গুঁড়া ছড়িয়ে দিন ঘরের আনাচে কানাচে, এর গন্ধ তেলাপোকা সহ্য করতে পারে না। ফলে ওরা আপনার বাসা ছেড়ে পালাবেই।
বেকিং সোডা: বেকিং সোডাকে একটু বুদ্ধি করে ব্যবহার করলে এর মাধ্যমে সহজেই মুক্তি পাবেন আরশোলা বা তেলাপোকা থেকে। বেকিং সোডার সঙ্গে মেশান মধু বা চিনি। মিষ্টির সঙ্গে মিশিয়েও তা ছড়িয়ে দিতে পারেন ঘরে। মিষ্টির গন্ধে আরশোলা সেই খাবারে আকৃষ্ট হবে ও বেকিং সোডার প্রকোপে মারাও পড়বে।
বোরিক পাউডার: এই ধরনের অ্যাসিটিক উপাদানের ব্যবহারেও আরশোলা দ্রুত যায়। একেও মিষ্টি বা কফিগুঁড়োর সঙ্গে মিশিয়ে ছড়িয়ে দিন ঘরের চারপাশে। মারা পড়বে আরশোলা। বোরিক পাউডারের সঙ্গে আটা বা ময়দার গুঁড়ো মিশিয়েও একই পদ্ধতিতে আরশোলা দূর করতে পারেন।