শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫ ৫ই মাঘ ১৪৩১
Smoking
 
আত্মবিশ্বাসী দৌড়
প্রকাশ: ১১:২৩ am ২০-০৯-২০১৮ হালনাগাদ: ০৯:৩৬ am ২৩-০৯-২০১৮
 
 
 


কে কার আগে সংবাদ পরিবেশন করবেন, এ নিয়ে সাংবাদিকদের মধ্যে একটা প্রতিযোগিতা থেকেই যায়। তাই বলে এমন পাগলাটে দৌড়! তাও আবার আদালতের ভেতর থেকে। এমন কাণ্ডই ঘটিয়েছেন মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজের ইন্টার্ন সাংবাদিক ক্যাসি সেমিয়ন। আদালতের বাইরে অবস্থান করা সাংবাদিকদের ক্যামেরায় ধরা পড়ে নীল পোশাক পরা সেমিয়নের দৌড়ের ছবি। সে সময় অনেকে তাঁর এই দৌড়ানোর ভিডিও লাইভ দেখায়। রায় কী হলো, সেই প্রশ্ন শিকেয় তুলে সবার মনে তখন একটাই প্রশ্ন—কে এই নীল পোশাকের নারী?

সবার কৌতূহলের জবাব দিয়ে সেমিয়ন টুইট করেছেন, ‘হ্যাঁ, এটা আমি। রায়ের দিন নীল পোশাক পরে দৌড়ানো সাংবাদিকটি আমি-ই। সবাইকে ধন্যবাদ।’ 
আদালত কক্ষে মুঠোফোন ব্যবহার করা নিষেধ। দ্রুত তথ্য সরবরাহ করতে দৌড় দেওয়ার বিকল্প ছিল না বলেই সেমিয়নকে দৌড়াতে হয়েছে।ঘটনাটি ঘটেছে মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রচার শিবিরের সাবেক চেয়ারম্যান পল ম্যানাফোর্টের আলোচিত মামলার রায়ের দিন।

মামলার রায়কে ছাপিয়ে এনবিসির ওই নারী সাংবাদিকের দৌড়ই সামাজিক যোগাযোগমাধ্যমের আলোচনার খোরাক এখন। তাঁর দৌড়ের ছবি দিয়ে অনেকে তো নিজেদের প্রধান খবরও প্রকাশ করেছে।

এনবিসি নিউজের সাংবাদিকেরাতো রীতিমতো গর্বিত। তাঁদের এক সাংবাদিক তথ্য সংগ্রহে এতটা নিবেদিতপ্রাণ। এনবিসির এক জেষ্ঠ্য সাংবাদিক টুইট করেছেন, ‘সেমিয়নকে নিয়ে আমরা সত্যি গর্বিত।’ 

 

 
 

আরও খবর

Daraz
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT