শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫ ৫ই মাঘ ১৪৩১
Smoking
 
গরমে পার্টি মেকাপ
প্রকাশ: ১০:৫৬ am ২০-০৯-২০১৮ হালনাগাদ: ০৯:৪০ am ২৩-০৯-২০১৮
 
 
 


এই গরমে কোনো অনুষ্ঠানে মেকআপ ঠিক রেখে নিজেকে আকর্ষণীয় রাখার জন্য রয়েছে কিছু সাধারণ কৌশল। আর তা আপনার মেকআপ নষ্ট না করেই চেহারায় আনবে সতেজ ভাব ।

প্রথমে প্রাইমার লাগিয়ে দুই-তিন মিনিট অপেক্ষা করুন। এরপর যাদের মুখে ছোট-ছোট ও চোখের নিচে কালো দাগ রয়েছে, তারা কমলা রঙের কনসিলার লাগিয়ে নিন। নির্দিষ্ট জায়গাতে কনসিলার লাগিয়ে মিশিয়ে নিতে হবে ত্বকের সঙ্গে। এবার হালকা কমপ্যাক্ট পাউডার লাগান। তারপর মুখমণ্ডলের আকৃতি চিকন দেখাতে এর উপরে ব্রাউন রঙের ব্লাশন লাগিয়ে মুখের মেকআপ শেষ করুন।

চোখের সাজে প্রথমে ভ্রু এঁকে নিন। তারপর পোশাকের সঙ্গে রঙের মিল রেখে চোখের আই-শ্যাডোতে গাঢ় মেরুন ও কালো রং বেছে নেনি। সোনালি রং দিয়ে ভ্রুর নিচে হাইলাইট করে নিন। তারপর চোখে আলদা পাপড়ি লাগিয়ে চোখের সাজ শেষ করুন।

এবার হালকা রঙের লিপপেন্সিল দিয়ে ঠোঁটটা এঁকে নিন। এতে লিপস্টিক লাগাতে সুবিধা হবে। সবশেষে মুখে মেকআপ স্প্রে দিন, এতে মেকআপের স্থায়িত্ব বাড়বে। চুলের মেকআপ— চুলগুলো খোলা রাখতে পারেন অথবা চুলে খোঁপা বা নানা ধরনের বান করে নিতে পারেন। তবে হালকা কার্ল বা কোঁকড়া করে খোলা রাখলেও দারুণ লাগবে।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT