বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ ৭ই অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
প্রভাষক পদে নিয়োগ প্রাপ্ত হছেন না মেধা তালিকায় প্রথম হয়া শিক্ষার্থী
প্রকাশ: ১০:৪১ am ২০-০৯-২০১৮ হালনাগাদ: ০৯:৪০ am ২৩-০৯-২০১৮
 
 
 


ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের ২০১২-২০১৩ শিক্ষাবর্ষ পর্যন্ত সর্বোচ্চ নম্বর পাওয়া প্রার্থীকে প্রভাষক পদে নিয়োগের জন্য সুপারিশ করেনি নির্বাচনি বোর্ড। আবেদনকারী মোট ১৪ জনের মধ্য থেকে তিন জনকে নিয়োগের জন্য নির্বাচন করে বোর্ড। তবে এ তালিকায় ছিলেন না ডিনস অ্যাওয়ার্ড পাওয়া ডিপার্টমেন্টের প্রথম স্থান অধিকারী মেধাবী নাসরিন নাহার। বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

এ বিষয়ে জানতে চাইলে বিষয়টির সত্যতা নিশ্চিত করেন মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. কামাল উদ্দিন। তিনি  বলেন, ‘নাসরিন মাস্টার্স পরীক্ষায় বিভাগে সর্বোচ্চ নম্বর পেয়েছেন। ডিনস অ্যাওয়ার্ড পেয়েছেন। তবে নিয়োগের জন্য তাকে নির্বাচন করা হয়নি।’

অধ্যাপক মো. কামাল উদ্দিন আরও বলেন, ‘চার বছর ধরে যে শিক্ষার্থী পড়াশোনা করে ফার্স্ট হলো, ডিনস অ্যাওয়ার্ড পেলো, ১০ মিনিটের সাক্ষাৎকারে আমরা প্রমাণ করে দিলাম যে সে যোগ্য নয়! প্রতি বছর বিভাগে সাক্ষাৎকার দেওয়া ও বিভিন্ন কনফারেন্সে যোগ দেওয়া শিক্ষার্থীকে আমরা অযোগ্য বলে দিলাম। ওই শিক্ষার্থী কথা বলতে পারেন না, বা ভালো স্টুডেন্ট না এটা কোনও যুক্তি হতে পারে না।’

মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. সোহেল রানা  বলেন, ‘অনার্স ও মাস্টার্সে প্রথম হওয়া প্রার্থী নির্বাচিত হয়নি, এটি আমাদের প্রত্যাশা ছিলো না। তাকে বাদ দিয়ে একই ব্যাচের অন্যজনকে নেওয়া হয়েছে। তবে নাসরিনের ফলের চেয়ে সে এগিয়ে নেই। তাই নাসরিনকে বাদ দেওয়া কতটা সমীচীন হয়েছে তা বলতে পারবো না।’

এর আগেও বিশ্ববিদ্যালয়ের অন্য এক বিভাগের নিয়োগে এমনটা ঘটেছিলো উল্লেখ করে তিনি বলেন, ‘ওই সময় উপাচার্য সমস্যার সমাধান করে দেন। তাই আমি মনে করি উপাচার্য ন্যায়বিচার করবেন।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগে প্রভাষক নিয়োগে গত ৬ জুলাই বিজ্ঞপ্তি দেওয়া হয়। নির্বাচনি বোর্ড মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) প্রার্থীদের সাক্ষাৎকার নেয়। পরে বোর্ড সঞ্চারি প্রতিভা, সুমাইয়া আলী রাইসা ও ফারিয়া বকুলকে প্রভাষক পদে নিয়োগের জন্য সুপারিশ করে।

বিভাগ সূত্রে জানা গেছে, নাসরিন নাহার এসএসসি ও এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছেন। অনার্সে (বিএস) পেয়েছেন জিপিএ-৩.৮৫, মাস্টার্সে (এসএস) পেয়েছেন জিপিএ- ৩.৯৭।

তবে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্তদের মধ্যে সুমাইয়া আলী রাইসা এসএসসি ও এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছেন। অনার্সে (বিএস) জিপিএ-৩.৭৮ এবং মাস্টার্সে (এমএস) জিপিএ-৩.৯৪ পেয়েছেন।

এছাড়া সঞ্চারি প্রতিভা এসএসসি পরীক্ষায় পেয়েছেন জিপিএ-৪.৫০, এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫, অনার্সে (বিএস) পেয়েছেন জিপিএ-৩.৬৯ এবং মাস্টার্সে (এমএ) জিপিএ-৩.৮১ পেয়েছেন।

সুপারিশপ্রাপ্ত ফারিয়া বুলবুল এসএসসিতে জিপিএ-৪.৮৮, এইচএসিতে জিপিএ-৫ পেয়েছেন। অনার্সে (বিএস) জিপিএ-৩.৬৯ এবং মাস্টার্সে (এমএস) জিপিএ-৩.৮১ পেয়েছেন।

এ বিষয়ে নাসরিন নাহার  বলেন, ‘আমি নির্বাচিত হবো না তা কখনও ভাবতে পারিনি। ছয় বছর কষ্ট করে ভালো ফলাফল করেছি। এমনটা হবে আশা করিনি। আমি অনার্স ও মাস্টার্সে প্রথম হয়েছি, ডিনস অ্যাওয়ার্ড পেয়েছি ২০১২-২০১৩ সেশনে।২০১৩-২০১৪ শিক্ষাবর্ষ পর্যন্ত আমিই ডিপার্টমেন্টে সর্বোচ্চ নম্বর পেয়েছি। তবু নিয়োগের সুপারিশের তালিকায় আমার নাম না থাকাটা দুঃখজনক।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান বলেন, ‘নির্বাচনি বোর্ড গোপনে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করে। বিষয়টি একদিকে যেমন গোপনীয়, তেমনি সিলেকশন কমিটির এখতিয়ার। তাই এ বিষয়ে বেশি বক্তব্য দেওয়ার সুযোগ নেই।’

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT