শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫ ৫ই মাঘ ১৪৩১
Smoking
 
মহররমের রোজা রাখা উত্তম
প্রকাশ: ১১:১৫ am ১৭-০৯-২০১৮ হালনাগাদ: ০২:৩৩ pm ১৮-০৯-২০১৮
 
 
 


মহররমের রোজা যদি আপনি দুটি রাখতে চান, তাহলে ৯ ও ১০ তারিখ রাখবেন। হাদিসে এসেছে, রাসুল (সা.) বলেছেন, ‘যদি আমি আগামী বছর জীবিত থাকি, আমি নবম তারিখেও রোজা রাখব।’

এই হাদিসের বক্তব্য থেকে বোঝা যায়, নবী (সা.) ৯ তারিখেও রোজা রাখার আগ্রহ প্রকাশ করেছেন। হাদিসে আরো এসেছে, এরপর নবী (সা.) ৯ তারিখে রোজা রাখতে পারেননি, অর্থাৎ নবীজি জীবিত ছিলেন না। মৃত্যুর আগের বছর নবী (সা.) এই বক্তব্যটুকু দিয়ে গেছেন।

তাই কেউ যদি মনে করেন, আশুরার রোজা দুই দিন রাখবেন, তাহলে ৯ ও ১০ তারিখে রাখাই উত্তম। এ ছাড়া ৯, ১০ ও ১১ তারিখেও রোজা রাখার বিষয়টি ওলামায়ে কেরামরা উল্লেখ করেছেন। মহররমের এই তিন দিন যদি আপনি রোজা রাখেন, তাহলে মহররমের ১০ তারিখের রোজাটাও নিশ্চিত হয়ে যাবে এবং প্রত্যেক মাসের তিন দিনের রোজাও রাখা হয়ে যাবে।

সুতরাং, যাঁরা প্রতি মাসে তিন দিন রোজা রাখেন, তাঁরা ৯, ১০ ও ১১ তারিখে রোজা রাখলে সেটি পরিপূর্ণ রোজা হয়ে যাবে। তবে একটি হাদিসে এসেছে, ‘তোমরা ১০ তারিখের আগে ও পরে রোজা রাখো। কিন্তু সনদের দিক থেকে হাদিসটি দুর্বল, গ্রহণযোগ্য নয়।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT