শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫ ৫ই মাঘ ১৪৩১
Smoking
 
নাকাব চলচিত্র মুক্তি পিছিয়ে গেল
প্রকাশ: ১১:০৭ am ২০-০৯-২০১৮ হালনাগাদ: ০৯:৩৭ am ২৩-০৯-২০১৮
 
 
 


তথ্য মন্ত্রণালয়ের অনুমোদন না পাওয়ায় ভারতীয় নাকাব ছবিটি বাংলাদেশে মুক্তি পাচ্ছে না এ সপ্তাহে। বিষয়টি  নিশ্চিত করেছে জাজ মাল্টিমিডিয়া।
প্রতিষ্ঠানটির মুখপাত্র জানান, অনুমোদনের জন্য কাজ চলছে। আজ বা কালকের (১৯/২০ সেপ্টেম্বর) মধ্যেও এটি হতে পারে। দুদিনের মধ্যে অনুমোদন পেলেও ২১ তারিখ আসবে না ছবিটি। কারণ, তাড়াহুড়ো করা ঠিক হবে না। সেক্ষেত্রে চলতি মাসের শেষ সপ্তাহে এটি বাংলাদেশে মুক্তি পেতে পারে।
ভারতীয় এ ছবিটি সাফটা চুক্তির আওতায় বাংলাদেশে আসছে। তথ্য মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত চিঠি এলেই ছবিটি দেশের দর্শকরা দেখতে পারবেন। এর বিপরীতে কলকাতায় যাচ্ছে জাজ প্রযোজিত সিনেমা ‘পাষাণ’।
‘নাকাব’-এ শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন টলিউডের দুই নায়িকা নুসরাত ও সায়ন্তিকা। পরিচালনায় আছেন রাজীব বিশ্বাস। প্রযোজনা করেছে কলকাতার প্রতিষ্ঠান শ্রী ভেঙ্কটেশ ফিল্মস (এসভিএফ)।

নাকাব’ হলো ভৌতিক ছবি। এতে দেখা যাবে, অদ্ভুত এক ক্ষমতা আছে শাকিব খানের মধ্যে। যে খুব সহজেই মৃত ব্যক্তির আত্মার চলাফেরা দেখতে পারেন! যোগাযোগও করতে পারেন। হঠাৎ এক ভূতের সঙ্গে দেখা হয় শাকিবের। যে কিনা জীবিত অবস্থায় দুটি খুন করেছিল। আর দেখতে হুবহু তার মতো!
এদিকে খুনের কারণে শাকিবের পেছনে ছোটে পুলিশ। অন্যরকম এক চ্যালেঞ্জের মুখোমুখি এ নায়ক। নিজেকে নির্দোষ প্রমাণ করতে হলে ভূতকে আইনের হাতে তুলে দিতে হবে তাকে। শেষ পর্যন্ত কী করবেন আসল শাকিব খান—সেটাই দেখার বাকি এখন।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT