রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ১০ই অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
ইতিহাসের এই দিনে
১০ ফেব্রুয়ারি, এই দিনে
প্রকাশ: ০৮:০০ am ১০-০২-২০১৭ হালনাগাদ: ০৯:২৭ pm ১০-০২-২০১৭
 
 
 


১৭৫৫ সালের এই দিনে ফরাসী দার্শনিক ব্যারন দ্য মন্টেস্কুর মৃত্যু।

১৭৬৩ সালের এই দিনে ফ্রান্স গ্রেট বৃটেন এবং স্পেনের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরের মাধ্যমে সাত বছরের একটি যুদ্ধের পরি সমাপ্তি ঘটে।

১৮৩৫ সালের এই দিনে শারীরবৃত্তবিদ এবং সামুদ্রবিদ ভিক্টর হ্যানসেন পরলোকগমন করেন।

১৮৩৭  সালের এই দিনে রুশ সাহিত্যিক আলেকজান্ডার পুশকিনের মৃত্যু।

১৮৪৭  সালের এই দিনে কবি নবীনচন্দ্র সেনের জন্ম।

১৮৮৭  সালের এই দিনে নিখিল ভারত নারী শিক্ষা পরিষদের প্রতিষ্ঠাতা শ্যাম মোহিনী দেবীর জন্ম।

১৮৯০  সালের এই দিনে রুশ সাহিত্যিক বোরিস পাস্তেরনাকের জন্ম।

১৮৯৪ সালের এই দিনে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী হ্যারল্ড ম্যাকমিলানের জন্ম।

১৮৯৮  সালের এই দিনে জার্মান নাট্যকার বের্টোল্ট ব্রেখ্ট-এর জন্ম।

১৯১৮  সালের এই দিনে ওসমানীয় সাম্রাজ্যের সুলতান আবদুল হামিদের (দ্বিতীয়) মৃত্যু।

১৯২৩ সালের এই দিনে জার্মান পদার্থবিদ উইলিয়াম রন্টজেনের মৃত্যু।

১৯৩০  সালের এই দিনে ঐতিহাসিক ও পুরাতত্ত¡বিদ অক্ষয়কুমার মৈত্রেয়-এর মৃত্যু।

১৯৫০ সালের এই দিনে খ্যাতনামা আমেরিকান সাঁতারু মার্ক স্পিটজ এর জন্ম।

১৯৭৪  সালের এই দিনে স্বাধীন বাংলাদেশে প্রথম আদমশুমারি হয়।

১৯৭৯ সালের এই দিনে ইমাম খোমেনী (রহ:) এর নেতৃত্বে ইরানে ইসলামী বিপ্লবের চূড়ান্ত বিজয় সম্পন্ন হয় এবং আড়াই হাজার বছরের রাজতন্ত্রের উচ্ছেদ করা হয়।

১৯৯৬ সালের এই দিনে তিন ঘন্টার মাথায় বিশ্ব দাবা চ্যাম্পিয়ন গ্যারি কাসপারভ আইবিএমের কম্পিউটার ডিপ ব্লুর কাছে প্রথম খেলায় পরাজিত হন।

২০০৫ সালের এই দিনে মার্কিন নাট্যকার, প্রবন্ধকার ও লেখক আর্থার মিলারের মৃত্যু।

২০১২  সালের এই দিনে সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহরুন রুনী নিজ বাসায় খুন হন।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT