৮১২ খ্রিস্টাব্দের এই দিনে শিয়া মুসলিম ইমাম মোহাম্মদ আত-তাকির জন্ম।
১২০৪ খ্রিস্টাব্দের এই দিনে ক্রুসেডের বাহিনী কনস্তানতিনোপল (ইস্তাম্বুল) দখল করে নেয়।
১৫৩১ খ্রিস্টাব্দের এই দিনে এসমল কালদিক নামে জার্মান প্রটেস্টটানদের মধ্যে সামরিক ও ধর্মীয় ক্ষেত্রে একটি সমঝোতা চুক্তি হয়।
১৬৩৩ খ্রিস্টাব্দের এই দিনে গ্যালিলিও গ্যালিলির বিচার শুরু হয়।
১৮০১ খ্রিস্টাব্দের এই দিনে উইলিয়াম কেরি ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা ভাষার অধ্যাপক নিযুক্ত হন।
১৮২২ খ্রিস্টাব্দের এই দিনে ইংরেজ সঙ্গীত স্রষ্টা হেনরি পিয়ারসনের জন্ম।
১৮২৩ খ্রিস্টাব্দের এই দিনে প্রখ্যাত রুশ নাট্যকার আলেকজান্ডার ওসট্রাভস্কি জন্মগ্রহণ করেন।
১৮৬১ খ্রিস্টাব্দের এই দিনে আমেরিকার গৃহযুদ্ধের (১৮৬১-১৮৬৫)আনুষ্ঠানিক সূত্রপাত ঘটে।
১৮৬৭ খ্রিস্টাব্দের এই দিনে জাপানী সংস্কারবাদী মোৎসিহিতু সম্রাট হিসেবে ক্ষমতাসীন হন।
১৮৮৫ খ্রিস্টাব্দের এই দিনে প্রতœতত্ত্ববিদ ও ঐতিহাসিক রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের জন্ম।
১৯১৯ খ্রিস্টাব্দের এই দিনে রাওলাট আইনের প্রতিবাদে কলকাতা, লাহোর, বোম্বাই ও অমৃতসরে বিক্ষোভ শুরু হয়।
১৯৩২ খ্রিস্টাব্দের এই দিনে স্পেনে বাদশাহী শাসনের অবসান ঘটে এবং প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়।
১৯৪৫ খ্রিস্টাব্দের এই দিনে আমেরিকার প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন রুজভেল্ট মারা যান।
১৯৫৫ খ্রিস্টাব্দের এই দিনে পোলিও টিকার উন্নয়ন সাধন করেন ডা. জনাস সক এবং ঘোষণা দেন নিরাপদ ও কার্যকরী বলে।
১৯৬১ খ্রিস্টাব্দের এই দিনে বিশ্বের প্রথম মহাকাশ নভোচারী ইউরি গাগারিন মহাশূন্যে পাড়ি দেন।
১৯৭৫ খ্রিস্টাব্দের এই দিনে সাহিত্যিক ও চলচ্চিত্রকার ফতেহ লোহানীর ইন্তেকাল।
১৯৮১ খ্রিস্টাব্দের এই দিনে বিশ্বের শ্রেষ্ঠ হেভিয়েট মুষ্ঠিযোদ্ধা জা লুইয়ের মৃত্যু।