শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ৮ই অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
ইতিহাসের এই দিনে
১৩ এপ্রিল, এই দিনে
প্রকাশ: ০৬:০০ am ১৩-০৪-২০১৭ হালনাগাদ: ০৯:৩০ am ১৩-০৪-২০১৭
 
 
 


১৭৪১ সালের এই দিনে ‍যুক্তরাজ্যের রয়েল মিলিটারি একাডেমী স্থাপিত হয়।

১৭৭২ সালের এই দিনে ওয়ারেন হেস্টিংস বাংলার গবর্নর নিযুক্ত হন।

১৮৫৫ সালের এই দিনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কৃত ‘বর্ণ পরিচয়’ প্রথম প্রকাশিত হয়।

১৮৯৩ সালের এই দিনে গোকুল দাস ও দীনেশরঞ্জন দাশ সম্পাদিত মাসিক সাহিত্য পত্রিকা ‘কল্লোল’ প্রথম প্রকাশিত হয়।

১৯০৬ সালের এই দিনে আইরিশ সাহিত্যিক স্যামুয়েল বেকেটের জন্ম।

১৯১৯ সালের এই দিনে রাওলাট আইনের প্রতিবাদে অমৃতসরে এক বিক্ষোভ সমাবেশে জেনারেল ডায়ারের নির্দেশে ব্রিটিশ পুলিশ গুলি চালালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকা- সংঘটিত হয়।

১৯১৯ সালের এই দিনে প্রথম বিশ্বযুদ্ধ শেষে মিত্রশক্তি ও জার্মানির মধ্যে ভার্সাই চুক্তি স্বাক্ষরিত হয়।

১৯৩৯ সালের এই দিনে নোবেলজয়ী (১৯৯৫) আইরিশ কবি সিমাস হিনির জন্ম।

১৯৪১ সালের এই দিনে নোবেলজয়ী (১৯৮৫) মার্কিন জীববিজ্ঞানী মাইকেল স্টুয়ার্ট ব্রাউনের জন্ম।

১৯৬৪ সালের এই দিনে ইয়ান স্মিথ দক্ষিণ রোডেশিয়ার নতুন সরকার গঠন করেন ।

১৯৬৬ সালের এই দিনে ইরাকের প্রেসিডেন্ট কর্নেল আব্দুস সালাম আরেফ এক বিমান দূর্ঘটনায় নিহত হন।

১৯৭৫ সালের এই দিনে লেবাননের গৃহ যুদ্ধের সময় খৃষ্টান উগ্রবাদী ফ্যালানজিষ্ট দলের আধাসামরিক বাহিনী একটি বাসে হামলা চালালে ৩০ জন ফিলিস্তিনী নিহত হয়।

১৯৭৫ সালের এই দিনে বৈরুতে মুসলামান ও খ্রিস্টানদের মধ্যে দাঙ্গা শুরু হয়।

১৯৯৭ সালের এই দিনে আইসিসি ক্রিকেটে বাংলাদেশ অপরাজিত চ্যাম্পিয়ন হয়।

২০০৪ সালের এই দিনে সুপারসনিক বিমান কনকর্ড শেষবারের মতো আকাশে ওড়ে ।

 

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT