১৬৪৮ সালের এই দিনে মোগল সম্রাট শাহজাহান দিল্লীতে লালকেল্লা নির্মাণের কাজ শুরু করেন।
১৮০৪ সালের এই দিনে ত্রিপোলি থেকে ইউসুফ কেরামানলি সৈন্য পাঠান আমেরিকা আক্রমণ থেকে দিরানা শহর পুনরুদ্ধার করার জন্য।
১৮০৯ সালের এই দিনে অস্ট্রিয়ার সেনাদলকে পরাভূত করে নেপোলিয়ন ভিয়েনা দখল করেন।
১৮৩০ সালের এই দিনে স্বাধীন প্রজাতন্ত্র হিসাবে ইকুয়েডর প্রতিষ্ঠা লাভ করে।
১৮৪৬ সালের এই দিনে মেক্সিকোর বিরুদ্ধে আমেরিকা যুদ্ধ ঘোষণা করে।
১৮৬১ সালের এই দিনে পাকিস্তানে (ব্রিটিশ-ভারতের অংশ ছিল) প্রথম রেলপথের উদ্বোধন করা হয়।
১৯৬২ সালের এই দিনে ডা: সর্বপল্লী রাধাকৃষ্ণাণ ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন।
১৯৬৭ সালের এই দিনে ড. জাকির হোসেন ভারতের তৃতীয় রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন।
১৯৬৯ সালের এই দিনে মালয়েশিয়ার কুয়ালালামপুরে বর্ণবাদ দাঙ্গায় শতাধিক নিহত হয়।
১৯৯১ সালের এই দিনে নেপালে প্রথম সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হয়।
১৯৯৫ সালের এই দিনে ৩৩ বছর বয়সী একজন ব্রিটিশ মহিলা এলিসন যিনি অক্সিজেন ছাড়া এবং শেরপাদের কোনো সাহায্য না নিয়ে এভারেস্ট আরোহণ করেন।
১৯৯৬ সালে এই দিনে ঝড়বৃষ্টি সহ একটি টর্নেডো বাংলাদেশে প্রায় ৬০০ জন মানুষ মারা যায়।
১২৬৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন দান্তে আলিঘিয়েরি, তিনি ছিলেন ইতালির কবি।
১৭১৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন অ্যালেক্সিস ক্লাইরাউট, তিনি ছিলেন ফরাসি গণিতবিদ, জ্যোতির্বিজ্ঞানী ও পদার্থবিজ্ঞানী।
১৭১৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মারিয়া থেরেসা, তিনি ছিলেন রোমান সম্রাট প্রথম ফ্রান্সিসের অস্ট্রিয়ান স্ত্রী।
১৮৪০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আফন্সে ডাউডেট, তিনি ছিলেন ফরাসি লেখক, কবি ও নাট্যকার।
১৮৫৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন স্যার রোনাল্ড রস, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ভারতীয় বংশোদ্ভূত ইংরেজ চিকিৎসক।
১৯০৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ফখরুদ্দিন আলি আহমেদ, তিনি ছিলেন ভারতীয় আইনজীবী, রাজনীতিবিদ ও ৫ম প্রেসিডেন্ট।
১৯২২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন বেয়া আর্থার, তিনি ছিলেন আমেরিকান অভিনেত্রী ও গায়ক।
১৯৩৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জিউলিয়ানো আমাতো, তিনি ইতালীয় রাজনীতিবিদ ও ইতালি ৪৮ তম প্রধানমন্ত্রী।
১৯৪১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রিচি ভালেন্স, তিনি আমেরিকান গায়ক, গীতিকার ও গিটার।
১৯৫০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন স্টেভিয়ে ওয়ন্ডের, তিনি আমেরিকান গায়ক, গীতিকার, পিয়ানোবাদক ও প্রযোজক।
১৯৬৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন নিয়াজ মোরশেদ, তিনি একজন বাংলাদেশী দাবাড়ু।
১৯৭৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন সামান্থা মর্টোন, তিনি ইংরেজ অভিনেত্রী ও পরিচালক।
১৯৮৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ইয়াইয়া টউরে, তিনি আইভরি কোস্টের ফুটবলার।
১৯৮৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রবার্ট পাট্টিন্সন, তিনি ইংরেজ অভিনেতা, গায়ক ও প্রযোজক।
১৫৭৩ সালে এই দিনে মৃত্যুবরণ করেন টাকেডা শিংন, তিনি ছিলেন জাপানি দাইময়ো।
১৮৩২ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জর্জ কুভিয়ের, তিনি ছিলেন ফরাসি প্রাণিবিজ্ঞানী ও শিক্ষাবিদ।
১৮৩৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেন স্যার চার্লস উইলকিন্স, তিনি একজন ইংরেজ মুদ্রাকর, প্রাচ্য ভাষাবিদ এবং কলকাতার এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা-সদস্য।
১৮৩৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেন রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়, তিনি ছিলেন একজন ভারতীয় কবি, সাহিত্যিক, সাংবাদিক [১] এবং প্রবন্ধকার।
১৯০৩ সালে এই দিনে মৃত্যুবরণ করেন আপোলিনারিও মাবিনি, তিনি ছিলেন ফিলিপিনো আইনজীবী, রাজনীতিবিদ ও ১ম প্রধানমন্ত্রী।
১৯১৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেন শোলেম আলেইচেম, তিনি ছিলেন ইউক্রেনীয় বংশোদ্ভূত আমেরিকান লেখক ও নাট্যকার।
১৯৩০ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ফ্রিডটজফ নান্সেন, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী নরওয়েজিয়ান বিজ্ঞানী, এক্সপ্লোরার ও অধ্যাপক।
১৯৩৮ সালে এই দিনে মৃত্যুবরণ করেন শার্ল এদুয়ার গিয়্যোম, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী সুইস ফরাসি পদার্থবিদ।
১৯৪৭ সালে এই দিনে মৃত্যুবরণ করেন সুকান্ত ভট্টাচার্য, তিনি ছিলেন বাংলা সাহিত্যের একজন কবি।
১৯৬১ সালে এই দিনে মৃত্যুবরণ করেন গ্যারি কুপার, তিনি ছিলেন আমেরিকান অভিনেতা ও গায়ক।
২০০১ সালে এই দিনে মৃত্যুবরণ করেন আর. কে. নারায়ণ, তিনি ছিলেন ভারতীয় লেখক।
২০১৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন মালিক বেন্ডজেলোউল, তিনি ছিলেন সুইডিশ পরিচালক ও প্রযোজক।