বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪ ২০শে অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
ইতিহাসের এই দিনে
১৪ আগস্ট , এই দিনে
প্রকাশ: ০৬:০০ am ১৪-০৮-২০১৭ হালনাগাদ: ১২:৩৪ am ১৪-০৮-২০১৭
 
 
 


১৪৩৭ সালের এই দিনে মুদ্রণ যন্ত্র আবিষ্কার হয়।

১৫৫১ সালের এই দিনে তুরস্কের নৌবাহিনী ত্রিপোলি দখল করে।

১৫৮৫ সালের এই দিনে রানি প্রথম এলিজাবেথ নেদারল্যান্ডসের সার্বভৌমত্ব খারিজ করে দেন।

১৭৬২ সালের এই দিনে ইংল্যান্ডের নৌবাহিনী হাভানা দখল করে।

১৭৯০ সালের এই দিনে সুইডেন ও রাশিয়া শান্তিচুক্তি করে।

১৮২৫ সালের এই দিনে বৃটিশ পদার্থ বিজ্ঞানী ও রসায়নবিদ মাইকেল ফ্যারাড অনেক পরীক্ষা-নীরিক্ষা ও গবেষণার পর অপরিশোধিত তেল থেকে পেট্রোল আবিস্কার করতে সক্ষম হন ৷

১৮৪৮ সালের এই দিনে গঠিত হয় ওরেগন এলাকা।

১৮৮৫ সালের এই দিনে জাপান জং প্রতিরোধক রং প্যাটেন্ট করে।

১৯০০ সালের এই দিনে দু হাজার মার্কিন নৌ-সেনার অবতরণ ও পিংকি দখলের মধ্য দিয়ে বক্সার বিদ্রোহের অবসান।

১৯১২ সালের এই দিনে মার্কিন মেরিন সেনা নিকারাগুয়া দখল করে।

১৯৩১ সালের এই দিনে ইলা সেন ও মীরা দেবী নামে কুমিল্লার অষ্টম শ্রেণীর দুই ছাত্রী ব্রিটিশবিরোধী বিপ্লবী তৎপরতার অংশ হিসেবে কুমিল্লার ম্যাজিস্ট্রেট সিজি স্টিভেন্সকে গুলি করে হত্যা করে।

১৯৪১ সালের এই দিনে রুজভেল্ট ও চার্চিল আটলান্টিক চার্টার নামে পরিচিত শান্তি চুক্তিতে স্বাক্ষর করেন।

১৯৪৫ সালের এই দিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ পর্যায়ে জাপান সাবেক সোভিয়েত ইউনিয়নের কাছে নিঃশর্ত আত্মসমর্পণ করে।

১৯৪৭ সালের এই দিনে ভারত বিভক্তির মাধ্যমে পৃথক পাকিস্তান রাষ্ট্রের উদ্ভব হয় ও ও কমনওয়েলথ অফ নেশনস যোগদান করে। সেই থেকে আজকের দিনে দেশটি স্বাধীনতা দিবস পালন করে।

২০০৮ সালের এই দিনে গ্রীষ্মকালীন অলিম্পিকে পুরুষদের ১০০ মিটার ফ্রিস্টাইল সাঁতার প্রতিযোগিতা শেষ হয়। একই দিনে মহিলাদের ৮০০ মিটার, ১০০ মিটার ও পুরুষদের ৫০ মিটার ফ্রিস্টাইল সাঁতার প্রতিযোগিতা শুরু হয়। মহিলাদের ৮০০ মিটার ফ্রিস্টাইল সাঁতার প্রতিযোগিতা চলাকালীন, রেবেকা অ্যাডলিংটন ২০০০ সালের অলিম্পিকে সৃষ্ট ব্রুক বেনেটের অলিম্পিক রেকর্ড প্রাথমিক পর্যায়ের ৪নং হিটেই ৮:১৮.০৬ সময়ে ভাঙেন।

১২৫৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন হানাজোনো, তিনি ছিলেন জাপান সম্রাট।

১৭১৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ক্লদ জোসেফ ভেরনেট, তিনি ছিলেন ফরাসি চিত্রশিল্পী।

১৭৭৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন হান্স ক্রিশ্চিয়ান ওরস্টেড, তিনি ছিলেন ডেনিশ পদার্থবিজ্ঞানী ও রসায়নবিদ।

১৮৬৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জন গালস্বরথয়, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ লেখক ও নাট্যকার।

১৯১০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন পিয়ের সচাএফের, তিনি ছিলেন ফরাসি সুরকার ও প্রযোজক।

১৯৩৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রিচার্ড আর. আর্নেস্ট, তিনি নোবেল পুরস্কার বিজয়ী সুইস রসায়নবিদ।

১৯৪৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ওয়িন ওয়েন্ডেরস, তিনি জার্মান পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।

১৯৫৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মার্সিয়া গায় হারডেন, তিনি আমেরিকান অভিনেত্রী।

১৯৬২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রমিজ রাজা, তিনি সাবেক পাকিস্তানি ক্রিকেটার।

১৯৭৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জে-জে অকচা, তিনি সাবেক নাইজেরিয়ান ফুটবলার।

১৯৮৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন এলেনা বাল্টাচা, তিনি ইউক্রেনীয় বংশোদ্ভূত স্কটিশ টেনিস খেলোয়াড়।

১৯৮৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জিওরজিও চিয়েলিনি, তিনি ইতালিয়ান ফুটবল।

১৪৩৩ সালে এই দিনে মৃত্যুবরণ করেন প্রথম জোহান, তিনি ছিলেন পর্তুগালের রাজা।

১৯৩৮ সালে এই দিনে মৃত্যুবরণ করেন হাগ ট্রাম্বল, তিনি ছিলেন সাবেক অস্ট্রেলীয় ক্রিকেটার।

১৯৪১ সালে এই দিনে মৃত্যুবরণ করেন পাউল সাবায়টিয়ার, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি রসায়নবিদ।

১৯৫৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেন বারটোল্ট ব্রেখট, তিনি ছিলেন জার্মান কবি, নাট্যকার ও পরিচালক।

১৯৫৮ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ফ্রেদেরিক জোলিও-কুরি, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি পদার্থবিদ।

১৯৭২ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জুলেস রমাইন্স, তিনি ছিলেন ফরাসি লেখক ও কবি।

২০০৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন চেসোয়াফ মিওশ, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী পোলিশ বংশোদ্ভূত আমেরিকান লেখক ও কবি।

২০১২ সালে এই দিনে মৃত্যুবরণ করেন রন পালিলো, তিনি ছিলেন আমেরিকান অভিনেতা।

২০১৩ সালে এই দিনে মৃত্যুবরণ করেন দিলীপ সিং জুডেও, তিনি ছিলেন ভারতীয় রাজনীতিবিদ।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT