শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ৮ই অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
ইতিহাসের এই দিনে
১৪ এপ্রিল, এই দিনে
প্রকাশ: ০৬:০০ am ১৪-০৪-২০১৭ হালনাগাদ: ১২:০৩ am ১৪-০৪-২০১৭
 
 
 


১৫৬৩ সালের এই দিনে পঞ্চম শিখগুরু অর্জুনদেবের জন্ম।

১৬৫৯ সালের এই দিনে দিল্লির সিংহাসন দখলের জন্য আওরঙ্গজেব ও দারাশিকোর মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয়।

১৬৮০ সালের এই দিনে মারাঠা নেতা ছত্রপতি শিবাজীর মৃত্যু।

১৮২৮ সালের এই দিনে ওয়েবস্টার তার অভিধানের প্রথম সংস্করণ কপিরাইটভুক্ত করেন।

১৮৬৫ সালের এই দিনে মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন আততায়ীর গুলিতে আহত হন।

১৮৮৯ সালের এই দিনে ঐতিহাসিক আর্নল্ড জোসেফ টয়েনবির জন্ম।

১৮৯০ সালের এই দিনে প্যান আমেরিকা জোট প্রতিষ্ঠিত হয় ।

১৯০৭ সালের এই দিনে ভারতের অগ্রগণ্য কমিউনিস্ট নেতা পিসি যোশীর জন্ম।

১৯১২ সালের এই দিনে নিউফাউল্যান্ডের হিমবাহের কাছে সমুদ্রগামী বিখ্যাত জাহাজ টাইটানিক ডুবে দেড় সহস্রাধিক মানুষের প্রাণহানি।

১৯৩০ সালের এই দিনে বিপ্লবী রুশ কবি ভ্লাদিমির মায়াকোভস্কির মৃত্যু।

১৯২২ সালের এই দিনে সরোদিয়া আলী আকবর খানের জন্ম।

১৯৪৪ সালের এই দিনে বম্বের ভিক্টোরিয়া ডাকে গোলাবারুদভর্তি জাহাজে বিস্ফোরণ। ১২ শতাধিক লোকের মৃত্যু।

১৯৫৮ সালের এই দিনে অরুনা আসফ দিলি্ল মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রথম মহিলা মেয়র নির্বাচিত।

১৯৬১ সালের এই দিনে কিউবা সরকারের বিরুদ্ধে সেদেশের বিপ্লবীদের অভিযান শুরু হয় ।

১৯৭৪ সালের এই দিনে ভারত কর্তৃক সিকিম দখল।

১৯৭৫ সালের এই দিনে বাংলাদেশে মওলানা ভাসানীর নেতৃত্বে ৬ দলীয় জোট গঠন।

১৯৮৬ সালের এই দিনে ফরাসী ঔপন্যাসিক ও নারীবাদী সিমন দ্য বোভোয়ারের মৃত্যু।

১৯৮৬ সালের এই দিনে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) প্রতিষ্ঠা।

১৯৮৮ সালের এই দিনে আফগানিস্তানে শান্তির জন্য জেনেভা চুক্তি স্বাক্ষর।

২০০২ সালের এই দিনে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট হুগো চ্যাভেজের বিরুদ্ধে অভ্যুত্থান ব্যর্থ হওয়ার পর তিনি দেশে ফিরে তার দায়িত্বভার গ্রহণ করেন।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT