১৪৮৩ সালের এই দিনে মোগল সাম্র্রাজ্যের প্রতিষ্ঠাতা সম্র্রাট জহিরুদ্দিন মুহম্মদ বাবরের জন্ম।
১৫৬৪ সালের এই দিনে ইতালির জ্যোতির্বিদ ও পদার্থবিদ গ্যালিলিও গ্যালিলেইর জন্ম।
১৭৪৮ সালের এই দিনে ব্রিটিশ দার্শনিক জেরেমি বেন্মামের জন্ম।
১৭৮২ সালের এই দিনে ফরাসী এবং ব্রিটিশদের মধ্যে ভারতীয় উপকূলে নৌযুদ্ধ শুরু হয়।
১৭৯৮ সালের এই দিনে ফ্রান্সের রোম দখলের পর রোমান প্রজাতন্ত্র ঘোষণা।
১৮০৮ সালের এই দিনে রাশিয়া পুরোপুরি ফিনল্যান্ড দখল করে নেয়।
১৮৬৯ সালের এই দিনে উর্দু ও ফার্সি সাহিত্যের মহাকবি মির্জা আসাদউল্লাহ খান গালিবের ইন্তেকাল।
১৮৭৩ সালের এই দিনে রসায়নের নোবেলজয়ী সুইডিশ বিজ্ঞানী হান্স ফন ইউলারের জন্ম।
১৮৮২ সালের এই দিনে হিমায়িত মাংসের প্রথম চালান নিউজিল্যান্ড থেকে ব্রিটেনে পাঠানো হয়।
১৮৯৮ সালের এই দিনে কিউবার হাভানা পোতাশ্রয়ে মাইন দিয়ে মার্কিন যুদ্ধ জাহাজ উড়িয়ে দেয়া হয়। ২৬০ নাবিকের প্রাণহানি।
১৯১৬ সালের এই দিনে বাংলাদেশি বাউল গানের শিল্পী শাহ আবদুল করিম এর জন্ম।
১৯৩৫ সালের এই দিনে মার্কিন সাংবাদিক ও লেখিকা, এবং আমূল নারীবাদী তাত্বিক সুসান ব্রাউনমিলার এর জন্ম।
১৯৩৭ সালের এই দিনে এথেন্সে বলকান আঁতাত সম্মেলন অনুষ্ঠিত।
১৯৪২ সালের এই দিনে সিঙ্গাপুর জাপানের কাছে আত্মসমর্পণ করে।
১৯৬৯ সালের এই দিনে আগরতলা ষড়যন্ত্র মামলার অন্যতম আসামি সার্জেন্ট জহরুল হক পাকিস্তানি সেনাবাহিনীর হাতে শহীদ হন।
১৯৭১ সালের এই দিনে আটশো বছরের ঐতিহ্য ভেঙে ব্রিটেনে দশমিক মুদ্রা ব্যবস্থা প্রবর্তিত হয়।
১৯৭৪ সালের এই দিনে পররাষ্ট্রমন্ত্রীর ইরাকের রাজধানী বাগদাদের পথে যাত্রা। ইরাকি পরিদর্শক দলের সঙ্গে বাংলাদেশ পাট শিল্প কর্পোরেশনের বাণিজ্য চুক্তি স্বাক্ষর।
১৯৮৮ সালের এই দিনে নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন পদার্থবিজ্ঞানী রিচার্ড ফাইনম্যান এর মৃত্যু।
১৯৮৯ সালের এই দিনে আফগানিস্তানের মুসলিম মুজাহিদদের প্রবল প্রতিরোধের মুখে দখলদার সাবেক সোভিয়েত ইউনিয়নের সেনাবাহিনী আফগানিস্তান ত্যাগ করে।
১৯৯৫ সালের এই দিনে তাইওয়ানের তাইচুংয়ে নাইট ক্লাবে ভয়াবহ অগ্নিকান্ডে ৬৭ জন নিহত।
১৯৯৬ সালের এই দিনে বাংলাদেশে বহুল আলোচিত ৬ষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত। এ নির্বাচনের ক’দিন পরই তৎকালীন বিএনপি সরকারের বিদায়।