বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ ৭ই অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
ইতিহাসের এই দিনে
১৫ ফেব্রুয়ারি, এই দিনে
প্রকাশ: ০৬:০০ am ১৫-০২-২০১৮ হালনাগাদ: ০৯:২৫ am ১৫-০২-২০১৮
 
 
 


৫৯০ সালের এই দিনে দ্বিতীয় খসরু পারস্যের সম্রাট হিসেবে সিংহাসনে আরোহণ করেন।

৭০৬ সালের এই দিনে বাইজেন্টাইন সম্রাট দ্বিতীয় জাস্টিনিয়ান তার পূর্বসূরি লেওন্টিওস ও তৃতীয় টাইবেরিয়াসকে কনস্টান্টিনোপলে জনসম্মুখে মৃত্যুদণ্ড দেন।

১১১৩ সালের এই দিনে পোপ দ্বিতীয় প্যাসকেল নাইটস হস্পিটালার প্রতিষ্ঠার অনুমোদন দেন।

১৭৬৪ সালের এই দিনে স্প্যানিশ লুইসিয়ানায় (বর্তমানে মিসৌরিতে অবস্থিত) সেইন্ট লুইস শহর প্রতিষ্ঠিত হয়।

১৭৮২ সালের এই দিনে ফরাসী এবং ব্রিটিশদের মধ্যে ভারতীয় উপকূলে নৌযুদ্ধ শুরু হয়।

১৭৯৮ সালের এই দিনে ফ্রান্সের রোম দখলের পর রোমান প্রজাতন্ত্র ঘোষণা করা হয়।

১৮০৪ সালের এই দিনে সার্বী‌য় বিপ্লব শুরু হয়।

১৮০৮ সালের এই দিনে রাশিয়া পুরোপুরি ফিনল্যান্ড দখল করে নেয়।

১৮৩৫ সালের এই দিনে আধুনিক সার্বিয়ার প্রথম সাংবিধানিক আইন গৃহিত হয়।

১৮৬২ সালের এই দিনে আমেরিকার গৃহযুদ্ধে জেনারেল উলিসেস এস. গ্রান্ট টেনেসির ফোর্ট‌ ডেনেলসন আক্রমণ করেন।

১৮৭৯ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি রাদারফোর্ড বি. হেইজ সুপ্রিম কোর্টে নারী আইনজীবীদেরকে মামলায় অংশগ্রহণের অনুমতি সংক্রান্ত বিলে স্বাক্ষর করেন।

১৮৮২ সালের এই দিনে হিমায়িত মাংসের প্রথম চালান নিউজিল্যান্ড থেকে ব্রিটেনে পাঠানো হয়।

১৮৯৮ সালের এই দিনে কিউবার হাভানা পোতাশ্রয়ে মাইন দিয়ে মার্কিন যুদ্ধ জাহাজ উড়িয়ে দেয়া হয় এতে ২৬০ নাবিকের প্রাণহানি ঘটে।

১৯২৩ সালের এই দিনে গ্রীস ইউরোপের এষ রাষ্ট্র হিসেবে গ্রেগরীয় বর্ষপঞ্জী গ্রহণ করে।

১৯৩৭ সালের এই দিনে এথেন্সে বলকান আঁতাত সম্মেলন অনুষ্ঠিত হয়।

১৯৪২ সালের এই দিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধে সিঙ্গাপুরের পতন ঘটে, জাপানের আক্রমণের পর ব্রিটিশ জেনারেল আর্থা‌র পার্সি‌ভিল আত্মসমর্পণ করেন। এসময় প্রায় ৮০,০০০ ভারতীয়, ইংরেজ ও অস্ট্রেলীয় সৈনিক যুদ্ধবন্দী হয়।

১৯৬৯ সালের এই দিনে আগরতলা ষড়যন্ত্র মামলার অন্যতম আসামি সার্জেন্ট জহরুল হক পাকিস্তানি সেনাবাহিনীর হাতে শহীদ হন।

১৯৭১ সালের এই দিনে আটশো বছরের ঐতিহ্য ভেঙে ব্রিটেনে দশমিক মুদ্রা ব্যবস্থা প্রবর্তিত হয়।

১৯৭৪ সালের এই দিনে পররাষ্ট্রমন্ত্রীর ইরাকের রাজধানী বাগদাদের পথে যাত্রা। ইরাকি পরিদর্শক দলের সঙ্গে বাংলাদেশ পাট শিল্প কর্পোরেশনের বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়।

১৯৭৬ সালের এই দিনে গণভোটে কিউবার সংবিধান গৃহিত হয়।

১৯৮৯ সালের এই দিনে আফগানিস্তানের মুসলিম মুজাহিদদের প্রবল প্রতিরোধের মুখে দখলদার সাবেক সোভিয়েত ইউনিয়নের সেনাবাহিনী আফগানিস্তান ত্যাগ করে।

১৯৯৫ সালের এই দিনে তাইওয়ানের তাইচুংয়ে নাইট ক্লাবে ভয়াবহ অগ্নিকান্ডে ৬৭ জন নিহত হন।

১৯৯৬ সালের এই দিনে বাংলাদেশে বহুল আলোচিত ৬ষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনের ক’দিন পরই তৎকালীন বিএনপি সরকারের বিদায় ঘটে।

১৯৯৯ সালের এই দিনে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির নেতা আবদুল্লাহ ওচালান কেনিয়ায় গ্রেপ্তার হন।

১৫৬৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন গ্যালিলিও গ্যালিলি, তিনি ছিলেন ইতালীয় পদার্থবিজ্ঞানী, জ্যোতির্বিজ্ঞানী, গণিতজ্ঞ ও দার্শনিক যিনি বৈজ্ঞানিক বিপ্লবের সাথে বেশ নিগূঢ়ভাবে সম্পৃক্ত।

১৭১০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন পঞ্চদশ লুইস, তিনি ছিলেন ফ্রান্সের রাজা (মৃত্যু ১৭৭৪)

১৭৪৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জেরেমি বেন্থাম, তিনি ছিলেন ইংরেজ আইনজ্ঞ ও দার্শনিক।

১৮২০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন সুসান বি. এন্থনি, তিনি ছিলেন আমেরিকান সামাজিক সংস্কারক, নারী ভোটাধিকার ও দাসপ্রথাবিরোধী আন্দোলনের কর্মী (মৃত্যু ১৯০৬)

১৮২৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন কার্টার হ্যারিসন সিনিয়র, তিনি ছিলেন আমেরিকান রাজনীতিবিদ, শিকাগোর ২৯তম মেয়র (মৃত্যু ১৮৯৩)

১৮২৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রাজেন্দ্রলাল মিত্র, তিনি ছিলেন পুরাতত্ত্ববিদ, ঐতিহাসিক ও প্রাবন্ধিক।

১৮৪৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন এলিহউ রুট, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান আইনজীবী ও রাজনীতিবিদ।

১৮৬১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আলফ্রেড নর্থ হোয়াইডহেড, তিনি ছিলেন ইংরেজ গণিতবিদ ও দার্শনিক (মৃত্যু ১৯৪৭)

১৮৬১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন শার্ল এদুয়ার গিয়্যোম, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি পদার্থবিদ।

১৮৭৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন হ্যান্স ভন ইউলার-চেলপিন, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী জার্মান সুইস রসায়নবিদ।

১৮৭৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আর্নেস্ট শেকলটন, তিনি ছিলেন আইরিশ অভিযাত্রী (মৃত্যু ১৯২২)

১৯০৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন সেজার রমেরো, তিনি ছিলেন আমেরিকান অভিনেতা।

১৯১৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন শাহ আবদুল করিম, তিনি ছিলেন একজন বাংলাদেশি বাউল গানের শিল্পী।

১৯২১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রাধা কৃষ চৌধুরী, তিনি ছিলেন ভারতীয় ইতিহাসবিদ ও লেখক (মৃত্যু ১৯৮৫)

১৯৩৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন সুসান ব্রাউনমিলার, তিনি মার্কিন সাংবাদিক, লেখিকা, ও একজন আমূল নারীবাদী তাত্ত্বিক।

১৯৪০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন হামজা হাজ, তিনি ছিলেন ইন্দোনেশীয় সাংবাদিক ও রাজনীতিবিদ, ইন্দোনেশিয়ার ৯ম উপরাষ্ট্রপতি।

১৯৫১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জেন সিমুর, তিনি ইংরেজ বংশোদ্ভূত আমেরিকান অভিনেত্রী, প্রযোজক, গয়না ও ডিজাইনার।

১৯৫২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন টমিস্লাভ নিকলক, তিনি সার্বীয় রাজনীতিবিদ ও ৪র্থ প্রেসিডেন্ট।

১৯৫৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ডেসমন্ড লিও হেইন্স, তিনি ইন্ডিয়ান সাবেক ক্রিকেটার ও কোচ।

১৯৬২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মাইলো ডুকানভিক, তিনি মন্টেনেগ্রান রাজনীতিবিদ ও ২৯ তম প্রধানমন্ত্রী।

১৯৭৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ইরুমা, তিনি দক্ষিণ কোরিয়ার পিয়ানোবাদক ও সুরকার।

১৯৮৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ভালেরি বজিনোভ, তিনি বুলগেরিয় ফুটবলার।

০৭০৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেন লিওন্টিওস, তিনি ছিলেন বাইজান্টাইন সম্রাট।

০৭০৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেন তৃতীয় টাইবেরিয়াস, তিনি ছিলেন বাইজান্টাইন সম্রাট।

১১৪৫ সালে এই দিনে মৃত্যুবরণ পোপ দ্বিতীয় লুসিয়াস।

১৮৪২ সালে এই দিনে মৃত্যুবরণ আলফ্রেড মেনজিস, তিনি ছিলেন স্কটিশ শল্যচিকিৎসক ও উদ্ভিদবিজ্ঞানী (জন্ম ১৭৫৪)।

১৮৫৭ সালে এই দিনে মৃত্যুবরণ করেন মিখাইল গ্লিনকা, তিনি ছিলেন রাশিয়ান সুরকার।

১৮৬৯ সালে এই দিনে মৃত্যুবরণ করেন মির্জা আসাদুল্লাহ খান গালিব, তিনি ছিলেন ভারতীয় বৃটিশ ঔপনেবিশক আমলের ভারত উপমহাদেশের চিরায়ত উর্দু ও ফার্সি কবি।

১৯২৮ সালে এই দিনে মৃত্যুবরণ করেন হেরবেরট হেনরি আসকুইট্‌, তিনি ছিলেন ইংরেজ আইনজীবী, রাজনীতিবিদ ও প্রধানমন্ত্রী।

১৯৪৮ সালে এই দিনে মৃত্যুবরণ সুভদ্রা কুমারি চৌহান, তিনি ছিলেন ভারতীয় কবি (জন্ম ১৯০৪)

১৯৫৯ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ওয়েন উইলিয়ান্স রিচার্ডসন, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ পদার্থবিদ।

১৯৮৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ইথেল মেরমান, তিনি ছিলেন আমেরিকান অভিনেত্রী ও গায়িকা।

১৯৮৮ সালে এই দিনে মৃত্যুবরণ করেন রিচার্ড ফিলিপ্‌স ফাইনম্যান, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন পদার্থবিজ্ঞানী।

১৯৯৯ সালে এই দিনে মৃত্যুবরণ করেন হেনরি ওয়ে কেন্ডাল, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান পদার্থবিদ।

২০০২ সালে এই দিনে মৃত্যুবরণ হাওয়ার্ড‌ কে. স্মিথ, তিনি ছিলেন আমেরিকান সাংবাদিক ও অভিনেতা (জন্ম ১৯১৪)।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT