বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪ ২০শে অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
ইতিহাসের এই দিনে
১৬ আগস্ট , এই দিনে
প্রকাশ: ০৬:০০ am ১৬-০৮-২০১৭ হালনাগাদ: ০৯:২৫ am ১৬-০৮-২০১৭
 
 
 


১৬৮৭ সালের এই দিনে জোব চার্নকের সঙ্গে মোগল শাসনকর্তাদের চুক্তি স্বাক্ষরিত হলে ইংরেজরা সূতানুটিতে অস্ত্রাগার ও পোতাশ্রয় নির্মাণের অনুমতি লাভ করে।

১৮২৫ সালের এই দিনে বালিভিয়াকে প্রজাতন্ত্রর ঘোষণা করা হয়।

১৮৩৪ সালের এই দিনে চার্লস ডারউইন চিলির কাম্পানা পর্বতে ওঠেন।

১৮৫৮ সালের এই দিনে ব্রিটেনের রানি ভিক্টোরিয়া মার্কিন প্রেসিডেন্ট জেমস বুচাননকে টেলিগ্রাফ পাঠান।

১৮৬৭ সালের এই দিনে কার্ল মার্কস ‘ক্যাপিটাল’ গ্রন্থের প্রথম খণ্ড লেখা শেষ করেন।

১৮৯৮ সালের এই দিনে এডউইন প্রেসকট রোলার কোস্টারের প্যাটেন্ট পান।

১৯০৪ সালের এই দিনে নিউইয়র্কে গ্র্যান্ড সেন্ট্রাল স্টেশনের নির্মাণ কাজ শুরু হয়।

১৯০৫ সালের এই দিনে লর্ড কার্জন বঙ্গভঙ্গ আইন কার্যকর করেন।

১৯১০ সালের এই দিনে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘গীতাঞ্জলি’ প্রথম প্রকাশিত হয়।

১৯১৪ সালের এই দিনে জার্মান সেনাবাহিনী লুইকের একটি দুর্গ দখল করে।

১৯৩২ সালের এই দিনে মীরাট ষড়যন্ত্র মামলায় মুজফফর আহমদ, এসএ ডাঙ্গে, পিসি যোশীসহ ১৮ জন সমাজ বিপ্লবী অপরাধী সাব্যস্ত হন।

১৯৩৪ সালের এই দিনে মার্কিন অভিযাত্রী বারমুডার কাছে সমুদ্রের ৩.০৮ ফুট [১.৯২২ মিটার] তলদেশে নামেন।

১৯৪৬ সালের এই দিনে মুসলিম লীগ ‘ডাইরেক্ট এ্যাকশন ডে’ পালনকালে কলকাতায় ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হয়।

১৯৬০ সালের এই দিনে ব্যাপক রাজনৈতিক অস্থিরতার পর শেষ পর্যন্ত সাইপ্রাস দ্বীপ স্বাধীনতা লাভ করে৷

১৯৭৫ সালে এই দিনে সৌদি আরব ও সুদান স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে।

২০০৮ সালে এই দিনে গ্রীষ্মকালীন অলিম্পিকে পুরুষদের ৫০ মিটার ও মহিলাদের ৮০০ মিটার ফ্রিস্টাইল সাঁতার প্রতিযোগিতা শেষ হয়। মহিলাদের ৮০০ মিটার ফ্রিস্টাইল সাঁতার প্রতিযোগিতার ফাইনালে যুক্তরাজ্যের রেবেকা অ্যাডলিংটন হিটে তাঁর করা নতুন অলিম্পিক রেকর্ড আবার ভেঙ্গে ৮:১৪.১০ সময়ে নতুন অলিম্পিক তথা নতুন বিশ্ব রেকর্ড গড়েন।

১৮১৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জন বস্কো, তিনি ছিলেন ইতালিয়ান যাজক ও শিক্ষক।

১৮৪৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন গাব্রিয়েল ইয়োনাস লিপমান, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি পদার্থবিদ।

১৮৯২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন অটো মেসমার, তিনি ছিলেন মার্কিন কার্টুনিস্ট।

১৮৯৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন লিয়ান হেইড, তিনি ছিলেন অস্ট্রিয়ান অভিনেত্রী।

১৯০৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ওয়েন্ডেল মেরেডিথ স্ট্যানলি, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান প্রাণরসায়নী।

১৯১৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মেনাচেম বেগিন, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ইসরায়েলি রাজনীতিবিদ ও ৬ষ্ঠ প্রধানমন্ত্রী।

১৯২৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন হেলমুট রাহ্ন, তিনি ছিলেন জার্মান ফুটবল।

১৯৩৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন পিয়ের রিচার্ড, তিনি ছিলেন ফরাসি অভিনেতা, পরিচালক ও চিত্রনাট্যকার।

১৯৪৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মাসউদ বারজানি, তিনি ইরাকে স্বায়ত্তশাসিত কুর্দিশ সরকারের রাষ্ট্রপতি এবং কুর্দিস্তান ডেমোক্রেটিক পার্টির প্রধান নেতা।

১৯৫৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আঙ্গেলা বাসেট, তিনি আমেরিকান অভিনেত্রী, গায়ক ও প্রযোজক।

১৯৭০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মনীষা কৈরালা, তিনি নেপালের বংশোদ্ভূত ভারতীয় অভিনেত্রী।

১৯৯৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন গ্রেসন মাইকেল চ্যান্স, তিনি আমেরিকান গায়ক, গীতিকার ও পিয়ানোবাদক।

১৭০৫ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জ্যাকব বের্নুলি, তিনি ছিলেন সুইস গণিতবিদ ও তাত্ত্বিক।

১৮৮৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেন রামকৃষ্ণ পরমহংস (গদাধর চট্টোপাধ্যায়), তিনি ছিলেন ঊনবিংশ শতকের এক প্রখ্যাত ভারতীয় বাঙালি যোগসাধক, দার্শনিক ও ধর্মগুরু।

১৮৯৯ সালে এই দিনে মৃত্যুবরণ করেন রবার্ট বুনসেন, তিনি ছিলেন জার্মান রসায়নবিদ ও অধ্যাপক।

১৯৪৮ সালে এই দিনে মৃত্যুবরণ করেন বেব রুথ, তিনি ছিলেন মার্কিন বেসবল খেলোয়াড়।

১৯৫৭ সালে এই দিনে মৃত্যুবরণ করেন আর্ভিং ল্যাংমিউয়র, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান রসায়নবিদ।

১৯৭৩ সালে এই দিনে মৃত্যুবরণ করেন সেলমান ওয়াক্সমান, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ইউক্রেরিয়ান বংশোদ্ভূত আমেরিকান প্রাণরসায়নী ও মাইক্রো জীববিজ্ঞানী।

১৯৭৭ সালে এই দিনে মৃত্যুবরণ করেন এল্‌ভিস প্রেস্‌লি, তিনি ছিলেন কিংবদন্তীতুল্য মার্কিন রক্ সঙ্গীত শিল্পী।

১৯৯৭ সালে এই দিনে মৃত্যুবরণ করেন নুসরাত ফতেহ আলি খান, তিনি ছিলেন পাকিস্তানের কিংবদন্তীতুল্য কাওয়ালি সঙ্গীত শিল্পী।

২০০৩ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ইদি আমিন, তিনি ছিলেন উগান্ডার প্রয়াত সামরিক স্বৈরশাসক।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT