শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ৮ই অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
ইতিহাসের এই দিনে
১৬ এপ্রিল, এই দিনে
প্রকাশ: ০৬:০০ am ১৬-০৪-২০১৭ হালনাগাদ: ০৯:২১ am ১৬-০৪-২০১৭
 
 
 


১৬৪৬ সালের এই দিনে ফ্রান্সের বিশিষ্ট স্হপতি জুলিস হার্ডোইন ম্যানসার্ট জন্মগ্রহণ করেন ।

১৮৪৪ সালের এই দিনে ফ্রান্সের নোবেল বিজয়ী লেখক আনাতোলি ফ্রান্স জন্মগ্রহণ করেন।

১৮৫৩ সালের এই দিনে বোম্বাইয়ে প্রথম ট্রেন চলাচলের মাধ্যমে ভারতীয় রেলপথের সূচনা হয়।

১৮৫০ সালের এই দিনে মোম ভাস্কর্য শিল্পের সুইস উদ্যোক্তা মাদাম মারি তুসোর মৃত্যু।

১৮৮৫ সালের এই দিনে বিপ্লবী উল্লাসকর দত্তের জন্ম।

১৮৮৯ সালের এই দিনে ইংরেজ অভিনেতা ও চিত্র-পরিচালক চার্লি চ্যাপলিনের জন্ম।

১৮৯৬ সালের এই দিনে রোমানিয়ার কবি ও লেখক ক্রিস্টান জারা জন্মগ্রহণ করেন।

১৮৯৬ সালের এই দিনে সাহিত্যিক-সাংবাদিক কাঙাল হরিনাথের মৃত্যু।

১৯১৬ সালের এই দিনে রবীন্দ্রনাথ শান্তিনিকেতনের বিশ্বভারতীয় বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

১৯১৭ সালের এই দিনে ভ্লাদিমির ইলিচ লেনিন সুইজারল্যান্ড থেকে পেত্রোগ্রাদে ফিরে আসেন।

১৯১৭ সালের এই দিনে লেনিন বিখ্যাত ‘এপ্রিল থিসিস’ ঘোষণা করেন।

১৯১৭ সালের এই দিনে জার্মানির বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধ ঘোষনা করে।

১৯১৭ সালের এই দিনে জার্মানির বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধ ঘোষণা।

১৯৪৮ সালের এই দিনে সশস্ত্র ইহুদীবাদী ইসরাইলীরা ফিলিস্তিনের একটি ইংরেজ সেনা ঘাটিতে হামলা চালালে ৯০ জন ফিলিস্তিনী শহীদ হন ।

১৯৫১ সালের এই দিনে ঔপন্যাসিক ও সাংবাদিক অদ্বৈত মল্লবর্মণের মৃত্যু।

১৯৬৬ সালের এই দিনে চিত্রশিল্পী নন্দলাল বসুর মৃত্যু।

১৯৭১ সালের এই দিনে বীরশ্রেষ্ঠ সিপাহি মোস্তফা কামাল শহীদ হন।

১৯৭২ সালের এই দিনে জাপানের নোবেল বিজয়ী লেখক ইয়াসুনারি কাওয়াবাতা মৃত্যুবরণ করেন।

১৯৯৭ সালের এই দিনে মক্কা থেকে ১০ কিলোমিটার দূরে অবস্তিত মীনায় হাজী ক্যাম্পে একটি গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণে ৩৪৩ জন হাজী অগ্নিদগ্ধ হয়ে মারা যায় এবং ১২৯০ জন আহত হয় ।

২০০৭ সালের এই দিনে আইভরি কোস্টের তৎকালীন প্রেসিডেন্ট লরেন্ট বাগবো প্রথম গৃহযুদ্ধের অবসানের ঘোষণা দেন।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT