ইতিহাসের এই দিনে
১৬ জুলাই , এই দিনে
প্রকাশ: ০৯:১৮ am ১৬-০৭-২০১৭ হালনাগাদ: ০৯:১৯ am ১৬-০৭-২০১৭
- ০৬২২ সালের এই দিনে থেকে হিজরি সন গণনা শুরু হয়।
- ১৬৬১ সালের এই দিনে স্টকহোম ব্যাংক থেকে ইউরোপে প্রথম ব্যাংক নোট ইস্যু করা হয়।
- ১৮৫৬ সালের এই দিনে ( করো মতে ২৬ জুলাই ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রচেষ্টায় লর্ড ক্যানিং হিন্দু বিধবা বিবাহকে বৈধতা দেন।
- ১৯০৫ সালের এই দিনে খুলনা জেলার বাগেরহাটে প্রথম ব্রিটিশ পণ্যদ্রব্য বর্জন আন্দোলন শুরু হয়।
- ১৯১৮ সালের এই দিনে বলশেভিকদের হাতে রাশিয়ার শেষ সম্রাট জার নিকোলাই দ্বিতীয় তার পাঁচ সন্তান ও স্ত্রী সহ নিহত হন। এর ফলে রাশিয়ায় রাজতন্ত্রের পতন হয়।
- ১৯৩২ সালের এই দিনে ভারতবর্ষের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি বিষয়কে গবেষণা প্রতিষ্ঠান ‘ইন্ডিয়া রিসার্চ ইনস্টিটিউট’ প্রতিষ্ঠিত হয়।
- ১৯৪৫ সালের এই দিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্র শক্তির নেতৃবৃন্দ উইন্সটন চার্চিল, হ্যারি ট্রুম্যান, জোসেফ স্ট্যালিন জার্মানীর পোস্টডাম শহড়ে সাক্ষাৎ করেন।
- ১৯৪৫ সালের এই দিনে নিউ মেক্সিকোর আলামগার্দোতে মার্কিন পারমাণবিক বোমার প্রথম পরীক্ষামূলক বিস্ফোরণ ঘটানো হয়।
- ১৯৪৬ সালে এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্র বিকিনি দ্বীপে পরীক্ষামূলক পারমাণবিক বিস্ফোরণ ঘটায়।
- ১৯৬৫ সালের এই দিনে ফ্রান্স ও ইতালির মধ্যে মন্টব্ল্যাক সড়ক সুড়ঙ্গ উদ্বোধন করা হয়।
- ১৯৬৮ সালের এই দিনে মার্কিন কমিউনিস্ট পার্টির মুখপত্র ‘ডেইলি ওয়ার্ল্ড’ আত্মপ্রকাশ করে।
- ১৯৬৯ সালের এই দিনে মনুষ্যবাহী মার্কিন নভোযান অ্যাপোলো-১১ চাঁদ অভিমুখে যাত্রা করে।
- ১৯৭৩ সালের এই দিনে আফগানিস্তানের সেনা কর্মকর্তা জেনারেল দাউদ খান সাবেক সোভিয়েত ইউনিয়নের সহযোগিতায় এক অভ্যূত্থানের মাধ্যমে আফগান শাহ মোহাম্মাদ জহিরকে পদচ্যূত করে দেশে প্রজাতান্ত্রিক শাসন ব্যবস্থা চালু করেন।
- ১৯৭৯ সালের এই দিনে হাসান আল বকর পদত্যাগ করেন ও সাদ্দাম হোসেন ইরাকের রাষ্ট্রপতি হন।
- ১৯৮১ সালের এই দিনে ডাঃ মাহাথির মোহাম্মদ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্বায়িত্ব গ্রহণ করেন।
- ১৯৯০ সালের এই দিনে ফিলিপাইনে ভূমিকম্পে ১৬ শতাধিক নিহত হন।
- ১৯৯৭ সালের এই দিনে মিলোসেভিচ যুগোস্লাভিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হন।
- ২০০৭ সালের এই দিনে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের আমলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈরী রাজনৈতিক পরিবেশে গ্রেফতার হয়েছিলেন।
- ১৪৮৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আন্দ্রেয়া ডেল সারটো, তিনি ছিলেন ইতালীয় চিত্রশিল্পী।
- ১৭৯৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জেয়ান-বাপ্টিস্টে-ক্যামিল করোট, তিনি ছিলেন ফরাসি চিত্রশিল্পী ও ক্ষোদক।
- ১৮৬০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন অটো ইয়েসপার্সেন, তিনি ছিলেন একজন ডেনীশ ভাষাবিজ্ঞানী ও ইংরেজ ব্যাকরণ বিশেষজ্ঞ।
- ১৮৭২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রোল্ড আমুন্ডসেন, তিনি ছিলেন প্রথমবার দক্ষিণ মেরুতে পৌছানো নরওয়েজিয়ান অভিযাত্রী।
- ১৮৮৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ফ্রিৎস জের্নিকে, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ডাচ পদার্থবিদ।
- ১৮৯৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ট্রিগভে হাভডেন লি, তিনি ছিলেন নরওয়েজিয়ান ইউনিয়ন নেতা, রাজনীতিবিদ ও জাতিসংঘের ১ম মহাসচিব।
- ১৯১০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন স্ট্যানলি যোসেফ স্ট্যান ম্যাককাবে, তিনি ছিলেন অস্ট্রেলীয় ক্রিকেটার।
- ১৯১১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন গিঙ্গের রজার্স, তিনি ছিলেন আমেরিকান অভিনেত্রী, গায়ক ও ড্যান্সার।
- ১৯১৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন চোই কয়উ-হাহ, দক্ষিণ কোরিয়ার রাজনীতিবিদ ও ৪র্থ প্রেসিডেন্ট।
- ১৯২৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আরউইন রোজ, তিনি নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান জীববিজ্ঞানী।
- ১৯৩৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ইয়াসুও ফুকুদা, তিনি জাপানি রাজনীতিবিদ ও ৯১ তম প্রধানমন্ত্রী।
- ১৯৪২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মার্গারেট স্মিথ কোর্ট, তিনি অস্ট্রেলিয়ান টেনিস খেলোয়াড় ও মন্ত্রী।
- ১৯৪৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন লার্স লাগেরব্যাক, তিনি সাবেক সুইডিশ ফুটবলার ও ম্যানেজার।
- ১৯৬৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ফয়েবে কাটেস, তিনি আমেরিকান অভিনেত্রী।
- ১৯৬৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন উইল ফেরেল, তিনি আমেরিকান অভিনেতা, প্রযোজক ও চিত্রনাট্যকার।
- ১৯৭৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন শন পোলক, তিনি দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার।
- ১৯৭৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জায়মা মায়স, তিনি আমেরিকান অভিনেত্রী ও গায়িকা।
- ১৯৮১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মেহের জেইন, তিনি লেবানন বংশোদ্ভুত মুসলিম সুইডিশ রক এ্যান্ড বোল্ড গায়ক, গীতিকার ও সঙ্গীত নির্মাতা৷
- ১৯৮৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ক্যাটরিনা কাইফ, তিনি ভারতীয় অভিনেত্রী।
- ১৯৮৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মিসাকো উনো, তিনি জাপানি অভিনেত্রী, গায়িকা ও ফ্যাশন ডিজাইনার।
- ১৯৮৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মুসা ডেম্বেলে, তিনি বেলজিয়ান ফুটবলার।
- ১৯৮৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন সার্হিও বুস্কেৎস্ বুর্গোস, তিনি স্প্যানিশ ফুটবলার।
- ১৩৪২ সালে এই দিনে মৃত্যুবরণ করেন প্রথম চার্লস, তিনি ছিলেন হাঙ্গেরি রাজা।
- ১৬৬৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন আন্দ্রিয়াস গ্র্যফিউস, তিনি ছিলেন জার্মান কবি ও নাট্যকার।
- ১৭৪৭ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জুসেপ্পি ক্রিপসি, তিনি ছিলেন ইতালীয় চিত্রশিল্পী।
- ১৮৮২ সালে এই দিনে মৃত্যুবরণ করেন মেরি টড লিঙ্কন, তিনি ছিলেন আমেরিকান আব্রাহাম লিঙ্কন স্ত্রী ও ১৯ তম ফার্স্ট লেডি।
- ১৯৬০ সালে এই দিনে মৃত্যুবরণ করেন আলবার্ট ক্যাসেলরইং, তিনি ছিলেন জার্মান ফিল্ড মার্শাল।
- ১৯৮৫ সালে এই দিনে মৃত্যুবরণ করেন হাইনরিশ বল্, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী জার্মান লেখক।
- ১৮৯৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেন এডমন্ড ডি গঙ্কউরট, তিনি ছিলেন ফরাসি সমালোচক ও প্রকাশক।
- ১৯৯৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জুলিয়ান সেইমুর শুইঙার, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান পদার্থবিজ্ঞানী।
- ২০০৩ সালে এই দিনে মৃত্যুবরণ করেন সেলিয়া ক্রুজ, তিনি ছিলেন কিউবান বংশোদ্ভূত আমেরিকান গায়িকা ও অভিনেত্রী।
- ২০১৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন কার্ল আলব্রেশট, তিনি ছিলেন জার্মান ব্যবসায়ী ও সহ-প্রতিষ্ঠাতা অ্যালডি।
- ২০১৫ সালে এই দিনে মৃত্যুবরণ করেন আলকাইডিস ঘিগিয়া, তিনি ছিলেন উরুগুয়ের ফুটবলার ও ম্যানেজার।
আরও খবর