১৩৯৯ পানিপথের যুদ্ধে তৈমুর লঙ দিল্লির সুলতান মুহম্মদ তুঘলককে পরাস্ত করেন।
১৭৭০ খ্রিস্টাব্দের এই দিনে জার্মান সঙ্গীত স্রষ্টা ল্যুদভিগ্ন ফন্ বিটোফনের জন্ম।
১৮৩০ দক্ষিণ আমেরিকার বিপ্লবী নেতা সিমন বোলিভারের মৃত্যু।
১৯০৩ খ্রিস্টাব্দের এই দিনে রাইট ভ্রাতৃদ্বয় প্রথম বিমান উড্ডয়ন করেন।
১৯৩১ খ্রিস্টাব্দের এই দিনে শিৰাবিদ, গবেষক ও পুঁথি সংগ্রাহক হরপ্রসাদ শাস্ত্রীর মৃত্যু।
১৯৩৬ সাহিত্যিক দেবেশ রায়ের জন্ম।
১৯৩৮ খ্রিস্টাব্দের এই দিনে কথাশিল্পী, শিক্ষাবিদ ও সাহিত্য সমালোচক চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু।
১৯৬১ শিক্ষাবিদ ও সাহিত্যিক গোলাম মকসুদ হিলালীর মৃত্যু।
১৯৮২ আলবেনিয়ার সাবেক প্রধানমন্ত্রী মেহমেত সেহুর মৃত্যু।