বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪ ২০শে অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
ইতিহাসের এই দিনে
১৮ জুলাই, এই দিনে
প্রকাশ: ০৬:০০ am ১৮-০৭-২০১৭ হালনাগাদ: ০৯:২৫ am ১৮-০৭-২০১৭
 
 
 


আন্তর্জাতিক নেলসন ম্যান্ডেলা দিবস।

০৮৭১ সালের এই দিনে বৃটেন ও ডেনমার্কের মধ্যে ২৫ বছরব্যাপী যুদ্ধের সূচনা হয়।

১৭৮৩ সালের এই দিনে বৃটিশ জ্যোতির্বিজ্ঞানী উইলিয়াম হার্শেল ছায়াপথের প্রকৃতি আবিস্কার করতে সক্ষম হন।

১৮৪১ সালের এই দিনে ঢাকা কলেজ প্রতিষ্ঠিত হয়।

১৮৫৪ সালের এই দিনে স্যার চার্লস উডের বিখ্যাত ডেসপ্যাচ প্রকাশিত হয়।

১৮৭১ সালের এই দিনে কলকাতা ও অন্যান্য পৌরসভার রাস্তাঘাট তৈরি রক্ষার খরচ নির্বাহের জন্য নীতিনির্ধারক আইন চালু হয়।

১৯৪৭ সালের এই দিনে ভারতের স্বাধীনতা আইন ইংল্যান্ডের রাজার অনুমতি লাভ করে।

১৯৬৬ সালের এই দিনে মানুষসহ ‘জেমিন’ নভোযান মহাশূন্যে উৎক্ষেপণ করা হয়।

১৯৬৮ সালের এই দিনে আমেরিকার ক্যালিফোর্নিয়ার সান্টাক্লারাতে ইন্টেল কর্পোরেশন প্রতিষ্ঠিত হয়।

১৯৭৬ সালের এই দিনে মন্ট্রিলে ২১তম অলিম্পিকের উদ্বোধন হয়।

১৯৭৬ সালের এই দিনে গ্রীষ্মকালীন অলিম্পিক গেমসের ইতিহাসে রুমানিয়ার জিমন্যাস্ট নাদিয়া কোমিনিচি প্রথমবারের মতো পারফেক্ট ১০ স্কোর করেন।

১৯৭৭ সালের এই দিনে ভিয়েতনাম জাতিসংঘের সদস্যপদ লাভ করে।

১৯৮৩ সালের এই দিনে ভারতের বিহারে ৬ হাজার ডাক্তার তিন দিনের গণছুটি নেন।

১৫৫২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন দ্বিতীয় রুডলফ, তিনি ছিলেন রোমান সম্রাট।

১৬৩৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রবার্ট হুক, তিনি ছিলেন ইংরেজ বিজ্ঞানী।

১৮১১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন উইলিয়াম মেকপিস থাকেরায়, তিনি ছিলেন ইংরেজ লেখক ও কবি।

১৮৫৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন হেন্ড্রিক আন্টোন লোরেন্‌ৎস, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ডাচ পদার্থবিদ ও অধ্যাপক।

১৮৮৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ভিডকুন কুইস্লিং, তিনি ছিলেন নরওয়েজিয়ান সামরিক কর্মকর্তা, রাজনীতিবিদ, মন্ত্রী ও রাষ্ট্রপতি।

১৯০৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন বিষ্ণু দে, তিনি ছিলেন বাঙালি কবি, সমালোচক ও শিক্ষাবিদ।

১৯০৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মোহাম্মদ দাউদ খান, তিনি ছিলেন আফগান কমান্ডার, রাজনীতিবিদ ও ১ম রাষ্ট্রপতি।

১৯১৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জনি হপ, তিনি ছিলেন আমেরিকার বেসবল প্লেয়ার।

১৯১৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন নেলসন ম্যান্ডেলা, তিনি ছিলেন নোবেল শান্তি পুরস্কার বিজয়ী দক্ষিণ আফ্রিকার অভিসংবাদিত নেতা ও সাবেক প্রেসিডেন্ট।

১৯২১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জন গ্লেন, তিনি আমেরিকান কর্নেল, মহাকাশচারী, ও রাজনীতিবিদ।

১৯২২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন টমাস স্যামুয়েল কুন, তিনি ছিলেন আমেরিকান পদার্থবিদ, ঐতিহাসিক ও দার্শনিক।

১৯৩৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রোয়াল্ড হোফমান, তিনি নোবেল পুরস্কার বিজয়ী পোলিশ রসায়নবিদ ও অধ্যাপক।

১৯৩৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন পল ভেরহভেন, তিনি ডাচ পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।

১৯৪৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন হারটমুট মিচেল, তিনি নোবেল পুরস্কার বিজয়ী জার্মান বায়োকেমিস্ট।

১৯৪৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ডেনিস কিথ লিলি, তিনি অস্ট্রেলীয় সাবেক ক্রিকেটার ও কোচ।

১৯৫১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন এলিও ডি রুপো, তিনি বেলজিয়াম রসায়নবিদ, শিক্ষাবিদ, রাজনীতিবিদ ও ৬৮ তম প্রধানমন্ত্রী।

১৯৬৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মার্টিন টোরিজোস, তিনি পানামার অর্থনীতিবিদ, রাজনীতিবিদ ও ৩৫ তম প্রেসিডেন্ট।

১৯৬৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ভিন ডাইসেল, তিনি আমেরিকান অভিনেতা, পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।

১৯৭৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ডারোন মালাকিয়ান, তিনি আমেরিকান গায়ক, গীতিকার, গিটারবাদক ও প্রযোজক।

১৯৮০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ক্রিস্টেন বেল, তিনি আমেরিকান অভিনেত্রী, গায়ক ও প্রযোজক।

১৯৮২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া, তিনি একজন হিন্দি চলচ্চিত্রের নায়িকা।

০৭১৫ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ইমাদউদ্দিন মুহাম্মদ বিন কাসিম আল সাকাফি, তিনি ছিলেন সিন্ধু বিজয়ী উমাইয়ের একজন মুসলিম সেনাপতি।

১৫৬৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেন বারটোলোমে ডে লাস কাসাস, তিনি ছিলেন স্প্যানিশ বিশপ ও ইতিহাসবিদ।

১৬১০ সালে এই দিনে মৃত্যুবরণ করেন কারাভাজ্জিও, তিনি ছিলেন ইতালীয় চিত্রশিল্পী।

১৭২১ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জাঁ-আন্টোইনে ওয়াটেয়াউ, তিনি ছিলেন ফরাসি চিত্রশিল্পী।

১৮১৭ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জেন অস্টেন, তিনি ছিলেন একজন ইংরেজ ঔপন্যাসিক।

১৮৭২ সালে এই দিনে মৃত্যুবরণ করেন বেনিটো জুয়ারেয, তিনি ছিলেন মেক্সিক্যান আইনজীবী, রাজনীতিবিদ ও ২৬ তম প্রেসিডেন্ট।

১৯৬৮ সালে এই দিনে মৃত্যুবরণ করেন করনেইলে হেয়মান্স, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী বেলজিয়ান শারীরবিজ্ঞানী ও অধ্যাপক।

১৯৮২ সালে এই দিনে মৃত্যুবরণ করেন রোমান ইয়াকবসন, তিনি ছিলেন রাশিয়ান বংশোদ্ভূত আমেরিকান ভাষাতত্ত্ববিদ ও তাত্ত্বিক।

১৯৮৮ সালে এই দিনে মৃত্যুবরণ করেন নিকো, তিনি ছিলেন জার্মান গায়ক-গীতিকার, কীবোর্ড প্লেয়ার ও অভিনেতা।

১৯৯০ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ইউন পোসুন, তিনি ছিলেন দক্ষিণ কোরিয়ার রাজনীতিবিদ ও ২য় প্রেসিডেন্ট।

২০১২ সালে এই দিনে মৃত্যুবরণ করেন রাজেশ খান্না, তিনি ছিলেন ভারতীয় অভিনেতা, প্রযোজক ও রাজনীতিবিদ।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT